× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা- আলতাফ হোসেন চৌধুরী 

শাহিন খান, পটুয়াখালী প্রতিনিধি।

২৭ ডিসেম্বর ২০২৪, ২০:০৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র ও বানিজ্য মন্ত্রী এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, ভারতের সংগে বাংলাদেশের কোন খারাপ সম্পর্ক নেই আমাদের খারাপ সম্পর্ক মোদি সরকারের সাথে। নেহেরুর আমল থেকে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রিলঙ্কা, নেপাল, ভুটানের মধ্যে ভাল সম্পর্ক ছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সার্কের মাধ্যমে তা আরো শক্তিশালী করেছিলেন।

কিন্তু মোদীর আমলে তার হিন্দুত্ববাদ কায়েমের জন্য সবার সঙ্গেই সম্পর্ক খারাপ হয়েছে। বাংলাদেশে তার সম্পর্ক ছিল শুধু আওয়ামী লীগ বা শেখ হাসিনার সাথে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে সম্পর্কের অবনতি হয়েছে। 

শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে পটুয়াখালীর শেরেবাংলা সড়কে তার নিজ বাসভবন সুরাইয়া ভিলায় আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, উন্নত দেশগুলোর স্পেশাল ফোর্সের আদলে আমরা র‍্যাব গঠন করেছিলাম। তারা তাদের কর্মকান্ডে  প্রশংসা কুড়িয়েছিল। কিন্তু বিগত সরকার গত ১৫ বছরে র‍্যাব কে কিলার বাহিনীতে পরিনত করেছে। 

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সরকার দেশ সংস্কারের যে উদ্যোগ নিয়েছে তাতে র‍্যাব কে পূনর্গঠন অথবা এর কার্যক্রম বন্ধ করে দেয়ার প্রয়োজনীয়তা দেখছেন তারা। দেশের মঙ্গলের জন্য যে সিদ্ধান্ত হবে তাতে একমত পোশন করেন তিনি।

এসময় জেলা বিএনপির সদস্য, মোঃ মাকসুদ আহমেদ বাইজিদ পান্না, জেলা আইনজীবি সমিতির সভাপতি এটিএম মোজাম্মেল হোসেন তপন,  আব্দুল করিম মৃধা কলেজের অধ্যাপিকা লায়লা ইয়াসমিন, অধ্যাপক গোলাম রহমান সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.