জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ৭০০ জন দরিদ্র্য ও মেধাবী শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা নিশ্চিত করবে আস-সুন্নাহ ফাউন্ডেশন। এ নিয়ে আস-সুন্নাহ ফাউন্ডেশন ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়েছে।
আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষে প্রতিষ্ঠানটির মহাপরিচালক শায়খ আহমাদুল্লাহ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম চুক্তিতে স্বাক্ষর করেন।
বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যম্পাস কেরানীগঞ্জে স্থায়ী হল নির্মাণ না হওয়া পর্যন্ত অস্থায়ী আবাসন নিশ্চিত করতে এ সমঝোতা স্বাক্ষর করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আবাসন নিরসনের পাশাপাশি শিক্ষার্থীদের স্বাস্থ্যসম্মত খাবার, বিভিন্ন স্কিল ডেভলপমেন্ট উপর প্রশিক্ষণ উদ্যোগ নিবে আস-সুন্নাহ ফাউন্ডেশন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আবাসন প্রক্রিয়া শিক্ষার্থীদের ফলাফল, দারিদ্র্যতা, পারিবারিক আর্থিক অবস্থা বিবেচনা করে ১০০%, ৭৫%, ৫০%, ২৫% স্কলারশিপের ব্যবস্থা করা হবে। অস্থায়ী আবাসনে উন্নতমানের লাইব্রেরি সুবিধা ও কম্পিউটার ল্যাব থাকবে। শিক্ষার্থী ভাষাগত দক্ষতা ও নানা ধরনের সফট স্কিলের অর্জনের জন্য সরকার অনুমোদিত বিভিন্ন ধরনের শিক্ষা-প্রশিক্ষণ কোর্স সুবিধা প্রদান করা।
অস্থায়ী আবাসন থেকে ক্যাম্পাসে যাতায়াতের পরিবহন ব্যয় বিশ্ববিদ্যালয় বহন করবে। এছাড়াও জমি ব্যবস্থা করতে পারলে জবিকে হল তৈরি করে দেয়ার প্রস্তাবনা দেয় আস-সুন্নাহ ফাউন্ডেশন।