× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হিন্দুস্তানে মুজিবল্যান্ড বানিয়ে থাকুক আ’লীগ -রাশেদ প্রধান 

নিজস্ব প্রতিবেদক।

২৩ ডিসেম্বর ২০২৪, ১৭:৫৪ পিএম

ছবিঃ সংগৃহীত

জাতীয় গণতান্ত্রিক পার্টি - জাগপা সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং গণহত্যাকারীর দোষররা এখন ভারতে অবস্থান করছে। ভারত সরকার তাদের আশ্রয় প্রশ্রয় দিয়েছে। পতিত আওয়ামী লীগের এখন আর বাংলার জমিনে ফিরে আসার সুযোগ নাই, অপরাজনীতি করারও সুযোগ নাই। তাই আওয়ামীলীগের উচিত হিন্দুস্তানের এক খণ্ডে মুজিবল্যান্ড বানিয়ে বসবাস করা। 

সোমবার বিকালে পল্টনস্থ শফিউল আলম প্রধান মিলনায়তনে হাজারীবাগ থানার নেতাকর্মীদের যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

রাশেদ প্রধান বলেন, শেখ পরিবারের রক্তে মিশে আছে দুর্নীতি এবং হত্যা। শেখ মুজিব থেকে যাত্রা শুরু করে হালের টিউলিপ সিদ্দিক একই দোষে দুষ্টু। কথা বার্তা পরিষ্কার, আওয়ামী ষড়যন্ত্রের দিন শেষ। 'র' এর পরিকল্পনায় আর ভারতের সহায়তায় আওয়ামীলীগের ষড়যন্ত্র বাংলার তৌহিদী জনতা রুখে দিয়েছে। বাংলাদেশে আর কোন দিন ভারতীয় আগ্রাসন এবং আওয়ামী অপরাজনীতি মেনে নেওয়া হবে না।

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে রাশেদ প্রধান বলেন, অবশেষে পিলখানা গণহত্যার তদন্তে কমিশন গঠন করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে শাপলা চত্বর এবং লগি বৈঠা গণহত্যার তদন্তেও কমিশন গঠন করুন। সাগর রুনি হত্যার সুষ্ঠু বিচার ব্যবস্থা করুন। আন্তর্জাতিকভাবে চাপ প্রয়োগ করে শেখ হাসিনা এবং গণহত্যাকারীর দোসরদের দেশে নিয়ে আসার ব্যবস্থা করুন। শেখ হাসিনার বিচার দেখার জন্য দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষায় আছে। 

হাজারীবাগ থানার বিশিষ্ট ব্যবসায়ী মো: মনির হোসেন, মো: জাকির হোসেন ও মনির হোসেন এর নেতৃত্বে অর্ধশতাধিক লোকজন জাগপায় যোগদান করেন। যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাগপার প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, হাজী  মোঃ হাসমত উল্লাহ, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক রওশন আলম, ঢাকা মহানগর সদস্য সচিব আশরাফুল ইসলাম হাসু, মনোয়ার হোসেন  যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, জাগপা ছাত্রলীগের মাহবুব আলম প্রমুখ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.