× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চরফ্যাসনে আমনের বাম্পার ফলন কৃষকের মুখে হাসি

মোঃ ফাহিম, চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি।

০৬ ডিসেম্বর ২০২৪, ১৭:৫০ পিএম

ছবিঃ সংগৃহীত।

চরফ্যাসনে চলতি মৌসুমে আমনের বাম্পার ফলন হয়েছে। উপজেলায় বিস্তীর্ণ ফসলের মাঠজুড়ে দেখা যাচ্ছে সোনালি পাকা আমন ধান। এবছর মৌসুমের শুরুতে বৈরী আবহাওয়া ও টানা বৃষ্টির কারণে আমনের চারা পানির নিচে তলিয়ে পঁচে যায়। ফলে কৃষকদের পুনরায় জমি তৈরী ও চারা রোপন করতে হয়। যে কারণে এ বছর চরফ্যাসন উপজেলায় দেরিতে আমনের আবাদ হয়েছে। এতে কৃষকের খরচও বেশি পরেছে। তবে ফলন ভালো হওয়ায় খুশি কৃষকেরা। সপ্তাহখানেকের মধ্যে পুরোদমে ধান কাটা শুরু করবেন কৃষকেরা। ধান কাটা, মাড়াই ও গোলায় তোলার কাজে ব্যস্ত হয়ে পড়বেন এখানকার কৃষক-কৃষাণীরা। ঘরে ঘরে শুরু হবে ঐতিহ্যের নবান্ন উৎসব। ইতোমধ্যে কিছু কিছু এলাকায় ধান কাটা শুরু হয়েছে।

মাদ্রাজ ৫নং ওয়ার্ডের কৃষক লিটন, হারুন ও সহিজল বলেন, এবছর কয়েক দফা আমনের চারা রোপন করতে হয়েছে। যার ফলে এ মৌসুমে আমন আবাদে ব্যয় বেশি হয়েছে। পোকার আক্রমণ ঠেকাতে সময়মতো কীটনাশক ব্যবহার করা হয়েছে। তাই ফলনও আশানুরূপ হয়েছে। আশা করি প্রতি বিঘা জমিতে ১৫ থেকে ১৬ মন ধান পাওয়া যাবে। ভাল দাম পেলে খরচ পুষিয়ে কৃষকের লাভ হবে।

চরফ্যাসন উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে বৃষ্টির কারণে আমনের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে পোকামাকড়ের আক্রমণ কম হওয়ায় উৎপাদন ভালো হয়েছে। কৃষকদের উচ্চফলনশীল উফশী জাতের ধানের আবাদের জন্য কৃষিবিভাগের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হচ্ছে। আশা করছি এ বছর আমন উৎপাদন লক্ষ্যমাত্রায় পৌঁছাবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.