বাগেরহাট কারাগারে স্ত্রী হত্যায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দিকে ঢাক ঢোল পিটিয়ে পিতৃ বিয়োগের যজ্ঞানুষ্ঠান করতে সুযোগ করে দিয়েছে কারা কর্তৃপক্ষ। কারা বিধি ভেঙ্গে রবিবার সকাল থেকে প্রায় দুই ঘন্টা ব্যাপী এই যজ্ঞানুষ্ঠান নিয়ে কারা বন্দিদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একদিন পর গনমাধ্যম কর্মীরা বিষয়টি জানতে পেরে কারা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে বিষয়টি স্বীকার করে চেপে যেতে অনুরোধ করেন কারা কর্তৃপক্ষ।
কারাগারে থাকা বন্দিদের সূত্রে জানাগেছে, কারাগারের মেডিকেল রাইটার নিখিলের পিতৃ বিয়োগে সকল ওয়ার্ড থেকে হিন্দু বন্দিদের নিয়ে ঢোল ও তবলা বাজিয়ে যজ্ঞানুষ্ঠান করা হয়। এমনকি এই অনুষ্ঠানে বন্দিদের তিলক পরানোর ঘটনাও ঘটেছে। কারাগারের মেডিকেল ওয়ার্ডের সামনে এমন বিরল ঘটনায় এলাকাবাসী, কারারক্ষী ও বন্দিদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
কারাগারে থাকা বন্দিদের মধ্যে একাধিক ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে জানান, বাগেরহাটের মোল্লাহাটে স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন দন্ডাদেশ প্রাপ্ত আসামি নিখিল। প্রায় ২০ বছর সাজা ভোগ করছে সে। চলতি মাসের প্রথম দিকে নিখিলের পিতা পরলোকগমন করেন। এই খবরে নিখিলকে সান্তনা দিতে কারাগারের বন্দিরা ছুটে যান। এক পর্যায়ে দিন-ক্ষন ঠিক করে রবিবার সকালে ঢোল, তবলা নিয়ে রীতিমত হিন্দু রীতি অনুযায়ী নিখিল তার পিতার অন্ত্যেষ্টিক্রিয়ার যজ্ঞানুষ্ঠান করেন। এ সময় কারাগারের ওই মেডিকেল ওয়ার্ডের সামনে আনিছ, মিঠু ও লিটন নামের কারারক্ষীরা দায়িত্ব পালন করেন।
এ বিষয়ে জেল সুপার (ভারপ্রাপ্ত) শংকর কুমার মজুমদার সাংবাদিকদের কাছে বিষয়টির সত্যতা স্বীকার করে স্বাক্ষাতকার দিতে চাননি। তবে একাধিক সূত্র থেকে তার পিতৃ বিয়োগে সামান্য একটু অনুষ্ঠান করেছে বলে জানিয়েছে। সকল সংবাদ কর্মীদের বিষয়টি এড়িয়ে যাওয়ার অনুরোধ করেন জেল সুপার পঙ্কজ কুমার মজুমদার।