আল্লাহর সাথে বান্দার সম্পর্ক,তাকওয়া। ইমানের প্রতি অবিচল আর মুসলিম উম্মাহর ঐক্য’র সেতুবন্ধন এবং ফিলিস্তিন সহ বিশ্বব্যাপী মুসলমানদের হেয়াজতের জন্য মহান রবের সাহায্য কামনা করে গগন বিদারী কান্নায় এক অভুতপূর্ব দৃশ্য’র অবতারণা হয় মৌলভীবাজারে তাবলীগ জামাতের তিনদিন ব্যাপী জেলা ইজতেমার শেষ পর্বে। এ দিন দীর্ঘ আখেরী মুনাজাতে মুসল্লীদের আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয় পুরো ইজতেমা প্রাঙ্গণ। দোয়া মুনাজাতে মহান আল্লাহর কাছে ফরিয়াদ জানান মুসল্লীরা।
শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার কিছু আগে কাকরাইলের মুরব্বী মুফতি বুরহান উদ্দিন আখেরী মুনাজাত পরিচালনা করেন। এর আগে শেষ পর্বের হেদায়েতী বয়ানে অংশ নেন কাকরাইলে মুফতি উসামা।
গত বৃহস্পতিবার বাদ ফজর আম বয়ানের মধ্যদিয়ে শুরু হয় মাওলানা সাদ কান্দলভী’র অনুসারী তাবলীগ জামাতের তিনদিন ব্যাপী জেলা ইজতেমা। শহরতলীর গোমড়া এলাকায় তাবলীগ জামাতের নিজস্ব মাঠে শুরু হয় বিশাল এই আয়োজন। ওই দিন সিলেটের শুরা সদস্য মাওলানা আব্দুল কুদ্দুস ছাড়াও মূল পর্বে বয়ান করেন থাইল্যান্ড থেকে আসা তাবলীগের মুরব্বী মাওলানা আছরি সহ ঢাকা, সিলেট ও মৌলভীবাজারের মুরব্বীরা।
এদিকে তাবলীগ জামাতের তিনদিনে জেলা ইজতেমার শেষ দিনের আখেরী মুনাজাত পর্বে অংশ নেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি ও মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সভাপতি এম নাসের রহমান সহ সামাজিক, রাজনৈতিক ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।