বাগেরহাট জেলা সদরের ডেমা ইউনিয়নের খেগড়াঘাট এলাকার আওয়ামী লীগ নেতা দাউদ শেখ ও তার বাহিনীর বিচারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ ই ডিসেম্বর) বেলা ১২ ঘটিকায় বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন একই এলাকার শেখ আবু হানিফ এর ছেলে বাদশা শেখ। অভিযুক্ত দাউদ শেখ ওই এলাকার ফজর শেখের ছেলে এবং সে ডেমা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
লিখিত বক্তব্যে আরো বলা হয়, আওয়ামী লীগ নেতা দাউদ শেখ হত্যা মামলার আসামি। হত্যা মামলা ছাড়াও তার বিরুদ্ধে আরো অনেক অভিযোগ ও মামলা রয়েছে। সরাসরি হত্যাকাণ্ডে জড়িত থাকার কারণে এলাকাবাসী তার নিজের এলাকা রামপালের বাঁশতলি থেকে সপরিবারে দাউদ শেখকে বিতাড়িত করে। খেগড়াঘাট এলাকায় এসে সে ও তার বাহিনী বিএনপি জামাতের লোকদের ঘের ভেড়ি দখল করে তাদের উপর নির্যাতন চালায়। আওয়ামী লীগ নেতা হওয়ায় বিগত দিনে ভয়ে তার বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস পায়নি।
সর্বশেষ একমাস পূর্বে পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করে দাউদ শেখ। টাকা না দেওয়ায় ১৩ জানুয়ারি বিকেলে খাগড়াঘাট ব্রিজের কাছে তার বাহিনীর সদস্য আকিকুল সেখ, শরিফুল শেখ, রফিকুল শেখ, রাকিব শেখ ও রাতুল শেখ সহ কয়েকজন মিলে পকেটে থাকা এক লক্ষ আশি হাজার টাকা ছিনিয়ে নেয় এবং বাকি তিন লক্ষ বিশ হাজার টাকা এক সপ্তাহের মধ্যে পরিশোধ করতে বলে। এ সময় তারা জাকারিয়া শেখ ও শামীম শেখ সহ আমাকে পিটিয়ে আহত করে।
তারা নিজেদের গোয়ালঘর পুড়িয়ে আমাদেরকে দোষী করতে চাই। নিজেদের গরু অন্য গ্রামে সরিয়ে রেখে আমাদেরকে বিপদের মধ্যে ফেলতে চায়। একজন আওয়ামী লীগের নেতা হয়ে বিএনপি জামায়াতের নেতাকর্মীদের উপর সন্ত্রাসী কর্মকান্ড চালানোর বিচার দাবি করেন বিএনপি কর্মী বাদশা শেখ। তিনি এই সংবাদ সম্মেলনের মাধ্যমে অনতিবিলম্বে এই সন্ত্রাসী বাহিনীকে গ্রেফতারের দাবী জানান।