× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্রবাসীরা দেশের অর্থনীতির চাকা সচল রাখার মূল চাবিকাঠি

মতবিনিময় সভায় সাংবাদিকরা

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার প্রতিনিধি।

১৯ ডিসেম্বর ২০২৪, ১৬:৫৪ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা

মৌলভীবাজারে ইউকে বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি বিশিষ্ট সাংবাদিক ও কমিউনিটি লিডার কে এম আবু তাহের চৌধুরী’র মতবিনিময় সভায় সাংবাদিকরা বলেছেন, প্রবাসীরা হচ্ছেন দেশের অর্থনীতির চাকা সচল রাখার মূল চাবিকাঠি। তারা দেশের জন্য অবদান রাখছেন, যোগ্য সম্মানটুকু তাদের প্রাপ্য। তারা দেশের জন্য প্রবাশেও অবদান রেখে চলেছেন। তাদের মধ্যে যুক্তরাজ্যে সবচেয়ে বিশ্বাসযোগ্য ব্যক্তি হচ্ছেন কমিউনিটি লিডার সাংবাদিক কে এম আবু তাহের।


আজ (১৯ ডিসেম্বর) দুপুরে শহরের প্রেসক্লাবে হলরুমে প্রেসক্লাব আয়োজিত বাংলাদেশ জার্নালিষ্ট এসোসিয়েশন ইউকের সভাপতি ও ইউকে বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি বিশিষ্ট সাংবাদিক ও কমিউনিটি লিডার কে এম আবু তাহের চৌধুরী এর সাথে মতবিনিময় সভায় অংশ নিয়ে এসব কথা বলেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।

প্রেসক্লাবের আহবায়ক বকসি ইকবাল আহমদ এর সভাপতিত্বে ও সদস্য সচিব শেখ সিরাজুল ইসলাম এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সহসভাপতি, বাংলা ভিষণ ও দৈনিক জনকণ্ঠের জেলা প্রতিনিধি সৈয়দ হুমায়েদ আলী শাহীন, সাবেক সাধারণ সম্পাদক ও এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট এসএম উমেদ আলী, মাছরাঙা টিভির জেলা প্রতিনিধি তমাল ফেরদৌস দুলাল, সুইডেন প্রবাসী আব্দুল খালিক, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাসস প্রতিনিধি ডা: ছাদিক আহমদ, দৈনিক সংগ্রাম এর জেলা প্রতিনিধি আজাদুর রহমান, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান রাহেল ও দৈনিক কালের কন্ঠের জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম ।

মতবিনিময় সভায় যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক কে এম আবু তাহের তার বক্তব্যে বলেন, আমার সাংবাদিকতার বয়স পঞ্চাশ বছর। দেশের প্রাচীণ পত্রিকাগুলোতে কাজ করেছি। আমার চাচাও ছিলেন সাংবাদিকতায়। আমার বড় ভাই প্রয়াত এড. জয়নাল আবেদীনও লেখালেখী করতেন। বাংলাদেশে সাংবাদিকতায় থাকাকালেই আমি যুক্তরাজ্যে যাই। সেখানে ৪০ বছর যাবত সাংবাদিকতায় স¤পৃক্ত আছি এখন পর্যন্ত। বিলেতের সাংবাদিকতার কঠিন সময়ের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, সেই কঠিন সময়েও সেখানে সাংবাদিকতা করেছি। এসময় মতবিনিময় সভার আয়োজন করায় প্রেসক্লাব কতৃপক্ষকে ধন্যবাদ জানান প্রবাসী এই সাংবাদিক।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক ইত্তেফাক এর জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব,৭১ টিভির জেলা প্রতিনিধি আহমেদ ফারুক মিল্লাত,এখন টিভির জেলা প্রতিনিধি এম এ হামিদ ও দৈনিক সংবাদ সারাবেলার জেলা প্রতিনিধি মো: আব্দুল কাইয়ুম।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.