শুরু হয়নি মাঘের যাত্রা। তবুও মাঘের শীতল অনুভূতির মাঝে পবিত্র কুরআনুল করিমের তিলাওয়াতের বিমুগ্ধ সুরে মৌলভীবাজারের হাজারও মানুষ যেন পেয়েছে নতুন পথের দিশা। কালো মানুষের দেশ আফ্রিকা, তানজানিয়া আর পিরামিডের দেশ মিশরের পৃথিবী বিখ্যাত ক্বারিদের কলিজা ঠান্ডা করা তেলাওয়াত মুগ্ধ করে তনুমন। এ যেন এক বেহেশতি পরিবেশ। ইতিহাসের বাঁক ঘুরে প্রথমবারের মতো দুনিয়ার জমিনের শ্রেষ্ঠ সুরের মেলা বসেছিল হজরত সৈয়দ শাহমোস্তফা রহঃ এর স্মৃতিবিজড়িত মৌলভীবাজার শহরে।
গত বৃহস্পতিবার (১৯ডিসেম্বর) রাতে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মুসলিম কমিউনিটি নামে একটি সংগঠনের ব্যানারে আয়োজন করা হয় আন্তর্জাতিক মানের ওই ক্বিরআত সম্মেলন। এতে তেলাওয়াত করেন বাংলাদেশ সহ বিশ্বের অন্তত চারটি দেশের ক্বারিরা। এ দিন সন্ধ্যা ঘনিয়ে যখন রাতের সূচনা। তখন ঐতিহাসিক সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের সবুজ ঘাসের উপর বসে কয়েক হাজার কোরআন প্রেমিক মানুষের ঢল।
এর পর চারিদিকের নিস্তব্ধতা ভেদ করে মঞ্চে আসেন তানজানিয়া থেকে আসা ক্বারি ঈদী শাবান, মিশরের ড: ক্বারী সালাহ মুহাম্মদ সোলাইমান, মিশরের ক্বারি সানাদ আব্দুল হামিদ, আফ্রিকার ক্বারি আহমদ হিজা, বাংলাদেশের ক্বারি আব্বাস উদ্দিন ও ক্বারি জিয়াউল হক নাসেহ।
ঢাকার ত্রাসার লাইটিং এর চোখ ধাঁধানো রঙিন আলো ঝলমলের মাঝে বিশালাকৃতির এল ই ডি স্ক্রিনে দশর্করা যখন পৃথিবীখ্যাত ক্বারিদের তেলাওয়াতের বিমুগ্ধ সুরে হারিয়ে যাচ্ছিলেন তখন রাত ১১ টা। এর মাঝেই লম্বা আকৃতির কালো মানুষ বিখ্যাত ক্বারি ঈদী সাবানের আগমন ঘটে মঞ্চের মধ্যখানে। দীর্ঘ শ্বাস নিয়ে সুরা হাসরের শেষাংশ দিয়ে দরদ মাখা কন্ঠে শুরু করেন তেলাওয়াত। এক শ্বাসে শেষ করেন সুরা ফাতিহা। বিখ্যাত এই ক্বারির কলিজা ফাটা তেলাওয়াতের সময় আল্লাহু আকবর ধ্বনিতে পুরো মাঠ প্রকম্পিত করে তুলেন উপস্থিত শ্রোতারা। এসময় পুরো অনুষ্ঠানস্থলে অন্যরকম এক আবহ সৃষ্টি হয়। বিদেশি ক্বারিদের তেলাওয়াতের ফাঁকে ফাঁকে চলে বাংলাদেশের জনপ্রিয় নাশিদ শিল্পীদের উর্দু-বাঙলা নাশিদ।
এভাবেই রাত বাড়ার সাথে সাথে সমাপ্তি ঘটে জেলা শহরে প্রথম বারের মতো নান্দনিক এই বর্ণিল আয়োজনের। এর আগে ওই দিন বিকেল ৪ টার শুরু হয় আন্তর্জাতিক ক্বিরআত সম্মেলের সূচনা পর্ব। সূচনা বক্তব্য রাখেন মুসলিম কমিউনিটি মৌলভীবাজার এর সভাপতি মাওলানা শেখ নূরে আলম হামিদী। কবি মীম সুফিয়ান এর সঞ্চালনায় সম্মেলনে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন ঘরানার আলেমরা উপস্থিত ছিলেন।