× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রংপুরে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের অপসারণের দাবিতে মানববন্ধন

কামরুল হাসান টিটু, রংপুর ব্যুরো ।

২৩ ডিসেম্বর ২০২৪, ১৭:১১ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা

রংপুরে দুইদিনব্যাপী অনুষ্ঠিত তথ্য মেলায় মুজিব বর্ষের লিফলেট ও পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী প্রচারের ঘটনায় জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের অপসারণের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলা ও মহানগর শাখার ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ  (২৩ ডিসেম্বর) দুপুরে নগরীর প্রেসক্লাবের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলার যুগ্ম সদস্য সচিব হামিম মুন্তাসির অহনের নেতৃত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে হামিম মুন্তাসির অহন বলেন, এই মেলার আয়োজনে ছিলেন জেলা প্রশাসন ও সনাক। মেলার উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। মেলায় মুজিব বর্ষের লিফলেট ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী প্রচারের যে ঘটনাটি ঘটেছে সেই দায় জেলা প্রশাসক এড়াতে পারেন না। তথ্য মেলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী প্রচারে ২৪শের বিপ্লবে রংপুরের যে সম্মান এবং শহীদ আবু সাঈদসহ সব শহীদের রক্তের সাথে বেইমানি করা হয়েছে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলার সদস্য জিয়াদী হক রুসু, মহানগরের সদস্য সিমান্ত অন্যান্য সদস্যবৃন্দ।
রোববার রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে দুই দিনব্যাপী তথ্য মেলার আয়োজন করে জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক)। বিকেলে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল।
তথ্য মেলায় জেলা কর্মসংস্থান ও জনশক্তি, জেলা মৎস্য দপ্তর, জেলা সঞ্চয় অফিস ও পরিবার পরিকল্পনা বিভাগের স্টলে মুজিব বর্ষের লিফলেট ও শেখ হাসিনার বক্তব্য সংবলিত লিফলেট রাখা হয়। সরকারি চারটি দপ্তরের স্টলে মুজিব বর্ষের লিফলেট ও  পলাতক সাবেক শেখ হাসিনার বক্তব্য সংবলিত লিফলেট বিতরণ করা হলে এসব লিফলেট নিয়ে তোলপাড় শুরু হয়। সন্ধ্যায় মেলায় এসে ক্ষোভ প্রকাশ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। পরে স্টল থেকে এসব লিফলেট সরিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে দুই দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা চেয়েছেন জেলা প্রশাসক।
জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল বলেন, সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রধানদের কাছে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়েছে। এছাড়া দুই দিনের মধ্যে তাদের কাছে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে।
এদিকে জেলা প্রশাসকের অপসারণসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের অপসারণ দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ডাকা মানববন্ধন নিয়ে নেতাদের কাছ থেকে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে।
মানববন্ধন কর্মসূচীতে অন্যান্য নেতাকর্মী নেই কেন। এমন প্রশ্নের জবাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলার যুগ্ম সদস্য সচিব হামিম মুন্তাসির অহন বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুরের কিছু নেতাকর্মী নিজেদের আখের গোছাতে ব্যস্ত। যে সংগঠন মানুষের অধিকার, হক আদায়ের জন্য কাজ করার কথা ছিল কিন্তু সেই সংগঠনের কিছু নেতার অন্য কাজে ব্যস্ত হয়ে পরেছে।
মানববন্ধনের বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলার আহ্বায়ক ইমরান আহমেদ বলেন, তথ্য মেলার সেই ঘটনায় তাৎক্ষনিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা প্রতিবাদ করেছে। জেলা প্রশাসক ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন। তবে আজকের মানববন্ধনে আমাদের সংগঠনের কয়েকজন নেতাকর্মী ছাড়া কেউ ছিল না। এই মানববন্ধনের সাথে সংগঠনের কোন জেলা ও মহানগর কমিটির সংশ্লিষ্টতা নেই।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.