কুষ্টিয়া 'ল' কলেজের এড হক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী ব্যারিস্টার জাবেদুল ইসলাম জাভেদ কে সংবর্ধনা প্রদান করেছে মিরপুরবাসী । আজ সকালে মিরপুর নাজমুল উলুম সিদ্দিকিয়া ফাজিল ( ডিগ্রী ) মাদ্রাসার অডিটররুমে এ সংবর্ধনা প্রদান করা হয় ।
এ সময় বিএনপির নেতাকর্মী , সুশীল সমাজের নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মীবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অনেকেই উপস্থিত ছিলেন। এলাকাবাসী তাদের বক্তব্যে এই উদীয়মান তরুণ আইনজীবী ব্যারিস্টার জাভেদ কে মিরপুরের গর্ব বলে আখ্যায়িত করেন এবং এই তরুণ আইনজীবীর পাশে থাকার আশা ব্যক্ত করেন।
সংবর্ধিত অতিথি তার বক্তব্যে বলেন কুষ্টিয়ার ল কলেজ একটি ঐতিহ্যবাহী কলেজ এই কলেজে তাকে সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়াই সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন, তিনি বলেন এই ঐতিহ্যবাহী কলেজ থেকে অনেক ভালো আইনজীবী, বিচারপতি পর্যন্ত তৈরি হয়েছে ,আমি চেষ্টা করবো এই কলেজের শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নের মিরপুরবাসী যে ভাবে সম্মানিত করেছে তাকে এই অর্জন মিরপুর বাসীর অর্জন বলে আখ্যায়িত করেন। এবং আগামী দিনগুলোতে সকলের পাশে থাকার অভিমত ব্যক্ত করেন।