× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দীঘিনালায় ভিক্ষুক পুনর্বাসন বিকল্প কর্মসংস্থান উপকরণ বিতরণ

সোহানুর রহমান, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি।

২৪ ডিসেম্বর ২০২৪, ১৯:৩৯ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা

খাগড়াছড়ি দীঘিনালায় সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ভিক্ষাবৃত্তি নিরসনে গৃহীত স্কীম বাস্তবায়নে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।  


মঙ্গলবার(২৪ ডিসেম্বর) দুপুরের উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে দীঘিনালা উপজেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ভিক্ষাবৃত্তি নিরসনে গৃহীত স্কীম বাস্তবায়নে সহায়ক উপকরণ বিতরণ দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ। 


ভিক্ষুদের মাঝে বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ভিক্ষাবৃত্তি নিরসনে উপকরণ বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মামুনুর রশীদ বলেন, ‘ভিক্ষাভিত্তি কোন পেশা নয়, ভিক্ষা করে দারিদ্র্য দূরীকরণ করা যায় না। তাই দীঘিনালা উপজেলার ০৬ জন ভিক্ষুকে সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ভিক্ষাবৃত্তি নিরসনে স্থানীয় কর্মসংস্থানের জন্য ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে উপকরণ প্রদান করা হয়েছে।’


এসময় উপস্থিত ছিলেন দীঘিনালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জাকারিয়া, দীঘিনালা উপজেলায় সমাজ সেবা কর্মকর্তা মো: শামসুল আলম, দীঘিনালা প্রেসক্লাব সভাপতি মো: সোহেল রানা, বোয়ালখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা,  দীঘিনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগন বিকাশ চাকমা, মেরুং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ঘনশ্যাম ত্রিপুরা, প্রাণিসম্পদ কর্মকর্তা সুমেন চাকমা, দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিনিধি ডা. নিউটন চাকমা, দীঘিনালা এলজিইডি কর্মকর্তা মো: ফজলুল হক, দীঘিনালা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্ম মো: জাহান আলম সরকার,  দীঘিনালা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: সাইফ উদ্দেশ্যে বিপ্লব প্রমূখ। 


সুবিধাভোগীরা হলেন—  বেতছড়ি আশ্রয়ন প্রকল্পের মোঃ জাফর আলী ও মোছাঃ শেফালী বেগমকে মুদি দোকান করা জন্য মুদি মালামাল, কবাখালী মোঃ আব্দুল মালেক মিয়াকে সবজি দোকানের মালামাল, আশ্রম মোছাঃ হাছিনা বেগমকে হাঁস-মুরগী পালনের ঘর, বোয়ালখালীর মোছাঃ কমলা বেগমকে ভ্যানগাড়ি ও সবজি দোকানের মালামাল ও আশ্রম এলাকার মোছাঃ মর্জিনা বেগমকে সেলাই মেশিন দেয়া হয়। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.