× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কর্মচারিদের প্রাত্যহিক ডিউটির সময় রাকাব কার্যালয়ে হাতাহাতি

রাজশাহী ব্যুরো।

২৪ ডিসেম্বর ২০২৪, ২০:২৪ পিএম

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে কর্মকর্তা-কর্মচারিদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার বেলা ৩ টার সময় ব্যাংক কম্পাউন্ড এর ভেতর এমন ঘটনা ঘটেছে বলে জানান আউট সোর্সিং-এ নিয়োগপ্রাপ্ত কর্মচারি ও স্থায়ী নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা। 

বিষয়টির সমাধানে ঐদিন (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় উর্দ্ধতন কর্তকর্তা সহ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক দায়িত্ব নেন। 

আউট সোর্সিংয়ে নিয়োগ পাওয়া বিশ-পচিশজন কর্মচারি প্রাত্যহিক ডিউটি নিয়ে কথা বলতে গেলে কয়েকজন কর্মকর্তা তাদের লাঞ্চিত করে। কর্মচারীদের পক্ষ নিয়ে সিনিয়র অফিসার ইব্রাহীম হোসেন হিরা কর্মকর্তাদের সাথে কথা বলতে গেলে তিনিও লাঞ্চিত হন।

তথ্যসূত্র থেকে জানা গেছে, রাজশাহী ও রংপুর জোনে আউট সোর্সিংয়ে কর্মরত আছেন প্রায় ৭৫০ জন ও দৈনিক ভিত্তিতে কর্মরত আছেন ৪৫০ জন কর্মচারি।

আউট সোর্সিংয়ে কর্মরত লিটন, জনি, শোভন, জিন্না, শাকিল সহ অন্যরা জানায়, দৈনিক আটঘন্টা কাজ করার চুক্তি মোতাবেক আমরা কাজে যোগদান করি। ২০১৪ থেকে ক্রমান্বয়ে যোগদান করার পর থেকে এখন পর্যন্ত আমরা প্রাত্যহিক ১২-১৪ ঘন্টা কাজ করি। এরই প্রতিবাদ জানাতে গেলে কিছু কর্মকর্তা আমাদের তুই তুকারি করে এবং গালিগালাজ দেয়। একপর্যায়ে আমরা কিছুটা উত্তেজিত হলে কিছু কর্মকর্তা আমাদের শারীরিকভাবে লাঞ্চিত করে। একপর্যায়ে আমাদের পক্ষ নিয়ে সিনিয়র অফিসার ইব্রাহিম হোসেন হিরো এগিয়ে এলে তাকেও শারীরিক ভাবে হেনস্থা করে ব্যাংকের কিছু কর্মকর্তা। পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তারা এসে পরিস্থিতি শান্ত করে।

এবিষয়ে জানতে চাইলে ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা জাহিদ বলেন, বিষয়টা আসলে এতোটা ঘোলাটে নয়। সামান্য বিষয়ে ভুল বোঝাবোঝির কারনে এমন ধরনের ঘটনা ঘটেছে। এটা অনাকাঙ্খিত। বিষয়টির সমাধানে এমডি স্যার একটি মিটিং কল করেছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.