× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কুষ্টিয়ার পদ্মা নদীতে জেলের জালে বিশাল আকারের কুমির,গ্রামে আতঙ্ক

মাহমুদ হাসান,কুষ্টিয়া

২৫ ডিসেম্বর ২০২৪, ১৭:৫৮ পিএম

ছবিঃসংগৃহীত।

কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার তালবাড়িয়া বালুর ঘাট সংলগ্ন পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়ে একটি বিশাল আকৃতির কুমির। যার লম্বায় সাইজ ১০ ফিট। 

মঙ্গলবার  দুপুর ১ টা ৩০ মিনিটের সময় তালবাড়িয়া ঘাট সংলগ্ন পদ্মা নদীতে শরিফুল নামের এক জেলের মাছ ধরার জালে উঠে এসেছে একটি কুমির। জালে কুমির দেখে জেলেসহ আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। এসময় হাজার হাজার উৎসুক জনতা কুমিরটিকে একনজর দেখতে ভিড় জমায়। পরে বন বিভাগ কুষ্টিয়ার কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে কুমিরটিকে উদ্ধার করে নিয়ে আসে। জেলে শরিফুল ইসলাম বলেন, আমি সহ আমরা ৭/৮ জন প্রতি দিনের মত নদীতে মাছ ধরতে যায়।

দুপুর ১টার দিকে নদীতে জাল ফেলি। জাল টানার পর প্রথমে মনে করেছিলাম বড় কোনো মাছ ধরা পড়েছে। কিন্তু জাল তোলার পরে দেখি বিশাল আকৃতির কুমির। আমরা জাল কেটে কুমিরটিকে বের করে দড়ি দিয়ে বেঁধে রাখি। পরে বন বিভাগের লোক এসে কুমিরটিকে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শী রাশিদুর রহমান লালন জানান, দুপুর ১ টার দিকে খবর আসে তালবাড়িয়া ঘাটে জেলেদের জালে একটি বিশাল আকৃতির কুমির ধরা পড়েছে। আমরা ছুটে গিয়ে দেখি জেলেদের জালে ধরা পড়েছে একটি বড় কুমির।

পরে কুমিরটিকে উপরে তুলে নিয়ে জাল কেটে বের করে স্থানীয়রা। পরে বন বিভাগের লোকজন এসে কুমিরটিকে উদ্ধার করে নিয়ে যায়। বাংলাদেশ জীব বৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) এর সহ সভাপতি শাহাবউদ্দিন মিলন বলেন, বেশ কিছুদিন আগে থেকে পদ্মা এবং গড়াই নদীতে কয়েকটি কুমির দেখা যায়। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য আমরা মুরগি হাঁস এবং ছাগল দিয়ে রাখি নদীতে। অমিতকে কয়েকবার দেখা গেলেও হাজারো মানুষের ভিড়ের কারণে কুমিরকে রেসকিউ করা যায়নি৷

আজ দুপুর দেড়াটার দিকে জানতে পারি,তালবাড়িয়া ঘাট সংলগ্ন পদ্মা নদীতে জেলেদের জালে একটি কুমির ধরা পড়ে । সাংবাদিক ভিত্তিতে আমরা বিবিসিএফ টিম এবং বন বিভাগ কুষ্টিয়ার কর্মকর্তারা ঘটনাস্থলে যায়। সেখানে জেলেদের জাল কেটে কুমিরটিকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে কোন বিভাগের কর্মকর্তাদের সাথে বসে সিদ্ধান্ত নিয়ে কুমিরটিকে অবমুক্ত করা হবে। সামজিক বনায়ন কুষ্টিয়ার ভারপ্রাপ্ত কর্মকর্তা (জগতি) মো: আতিয়ার রহমান জানান, এটি মিঠা পানির একটি কুমির। এটি লম্বায় ১০ ফুট হতে পারে। কুমিরটি তালবাড়িয়া ঘাট সংলগ্ন পদ্মা নদী থেকে জেলেদের জালে ধরা পড়েছে। আমরা ঘটনাস্থলে গিয়ে কুমিরটিকে উদ্ধার করে নিয়ে এসেছি। পরবর্তীতে উপযুক্ত স্থানে আমরা এটিকে অবমুক্ত করব।



Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.