× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শেরপুরে নানা আয়োজনে খ্রিস্ট ধর্মাবলম্বীদের বড়দিন উদযাপিত

জয়ন্ত দে, শেরপুর প্রতিনিধি ।

২৫ ডিসেম্বর ২০২৪, ১৮:৩৬ পিএম । আপডেটঃ ২৫ ডিসেম্বর ২০২৪, ১৮:৩৬ পিএম

ছবিঃসংবাদ সারাবেলা।

শেরপুরের যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আচার-অনুষ্ঠান, আনন্দ-উৎসব এবং প্রার্থনার মধ্য দিয়ে বড়দিন উদযাপন করেছেন খ্রিষ্ট ধর্মানুসারীরা।

আজ (২৫ ডিসেম্বর) সকালে যিশুর মহিমাকীর্তনের মাধ্যমে শুরু হয় খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় এ উৎসবের। জানা গেছে, শেরপুরের ঝিনাইগাতীর মরিয়মনগর, নালিতাবাড়ীর বারোমারী ধর্মপল্লীসহ শ্রীবরদী ও সদর উপজেলায় ৫২টি গির্জায় নানা আচার-অনুষ্ঠান এবং প্রার্থনার মধ্য দিয়ে বড়দিন উদযাপিত হয়েছে।

দিনটি উপলক্ষে গির্জাগুলো ফুল, নানা রঙের বেলুন, নকশা করা কাগজ ও জরি ব্যবহার করে সাজানো হয়েছে। পাশাপাশি বড় দিন পালনে সেজেছে বাড়ি-ঘরও। খ্রিস্টধর্মাবলম্বীরা নিজেদের ও পরিবারের সদস্যদের জন্য কিনেছেন বাহারি রঙের পোশাক। বাড়িতে বাড়িতে তৈরী করা হয়েছে বিভিন্ন ধরনের খাবার। রঙিন কাগজ, ফুল ও আলোক সজ্জায় সেজেছে গির্জা ঘর, ক্রিস্টমাস ট্রি এবং প্রতীকী গোশালা ঘর।

প্রার্থনায় অংশ নিতে ভোরে গির্জায় সমবেত হন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। প্রার্থনায় যিশুর মহিমাকীর্তন এবং শান্তি ও ন্যায়ের কথা বলা হয়।

এদিকে শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে বড়দিন উদযাপনে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.