শেরপুরের যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আচার-অনুষ্ঠান, আনন্দ-উৎসব এবং প্রার্থনার মধ্য দিয়ে বড়দিন উদযাপন করেছেন খ্রিষ্ট ধর্মানুসারীরা।
আজ (২৫ ডিসেম্বর) সকালে যিশুর মহিমাকীর্তনের মাধ্যমে শুরু হয় খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় এ উৎসবের। জানা গেছে, শেরপুরের ঝিনাইগাতীর মরিয়মনগর, নালিতাবাড়ীর বারোমারী ধর্মপল্লীসহ শ্রীবরদী ও সদর উপজেলায় ৫২টি গির্জায় নানা আচার-অনুষ্ঠান এবং প্রার্থনার মধ্য দিয়ে বড়দিন উদযাপিত হয়েছে।
দিনটি উপলক্ষে গির্জাগুলো ফুল, নানা রঙের বেলুন, নকশা করা কাগজ ও জরি ব্যবহার করে সাজানো হয়েছে। পাশাপাশি বড় দিন পালনে সেজেছে বাড়ি-ঘরও। খ্রিস্টধর্মাবলম্বীরা নিজেদের ও পরিবারের সদস্যদের জন্য কিনেছেন বাহারি রঙের পোশাক। বাড়িতে বাড়িতে তৈরী করা হয়েছে বিভিন্ন ধরনের খাবার। রঙিন কাগজ, ফুল ও আলোক সজ্জায় সেজেছে গির্জা ঘর, ক্রিস্টমাস ট্রি এবং প্রতীকী গোশালা ঘর।
প্রার্থনায় অংশ নিতে ভোরে গির্জায় সমবেত হন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। প্রার্থনায় যিশুর মহিমাকীর্তন এবং শান্তি ও ন্যায়ের কথা বলা হয়।
এদিকে শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে বড়দিন উদযাপনে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।