গণশুনানী ও প্রচারণা ছাড়াই গণবিরোধী প্রিপেইড মিটার সংযোগের বিরুদ্ধে রংপুরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালিত হয়েছে। মানববন্ধন থেকে আগামী ২৪ ঘন্টার মধ্যে সংযোগ দেয়া প্রিপেইড মিটার খুলে পুরাতন মিটার স্থাপনের হুশিয়ারী দেয়া হয়।
আজ (২৬ ডিসেম্বর) দুপুর ১২ টায় নগরীর কলেজ রোডস্থ নেসকোর প্রধান কার্যারয়ের সামনে বিদ্যুৎ গ্রাহক স্বার্থ রক্ষা কমিটির ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও অবস্থান কর্মসূচীতে সিপিবির জেলা সভাপতি ভাষা সৈনিক ও বীরমুক্তিযোদ্ধা কমরেড শাহাদৎ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপি মহানগর আহবায়ক কমিটির সদস্য মির্জা বাবর বাবলু, বাসদ (মার্কসবাদী) রংপুরের আহবায়ক কমরেড আনোয়ার হোসেন বাবলু, বামজোট রংপুরের সমন্বয়ক ও বাসদ জেলার আহবায়ক কমরেড আব্দুল কুদ্দুস, সিপিবি রংপুর জেলা সাধারণ সম্পাদক কাফি সরকার, বাংলাদেশ জাসদ মহানগর শাখার সভাপতি গৌতম রায়, সাংগঠনিক সম্পাদক মিরাজুন নবী মিলন, বিদ্যুৎ গ্রাহক স্বার্থ রক্ষা কমিটির নেতা সাংবাদিক কামরুল হাসান টিটু।
সঞ্চালনা সিপিবি মহানগর সাধারণ সম্পাদক রাতুলুজ্জামান রাতুল, এলাকাবাসীর মধ্যে মাহমুদ আলমসহ অন্যান্য গ্রাহকবৃন্দ।
মানববন্ধন ও অবস্থান কর্মসূচীতে বক্তারা বলেন, নর্দান ইলেকট্রিসিটি কোম্পানি লিমিটেড গ্রাহকদের মতামত না নিয়ে কিংবা গণশুনানী না করে প্রিপেইড মিটার সংযোগ একপ্রকার চাপিয়ে দিচ্ছে তারা। যা রংপুরের সর্বস্তরের জনগণ এটি প্রত্যাখ্যান করেছে।
গ্রাহকদের স্বার্থ রক্ষায় ৪ দফা দাবী উপস্থাপন করে গত ১৭ ডিসেম্বর নেসকোর প্রধান প্রকৌশলী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়, সেসময় তিনি জানুয়ারীর প্রথম সপ্তাহে গণশুনানী করার কথা জানালেও দু:খের বিষয়, তার আগেই সংযোগ স্থাপন শুরু করে দিয়েছে। যা দু:খজনক। গ্রাহকদের ধোঁয়াশার মধ্যে রেখে তারা নতুন করে লুটপাটের পথ তৈরী করছে।
বক্তারা আরো বলেন, দেশের দারিদ্রপীড়িত ১০ টি জেলার মধ্যে রংপুর জেলা অন্যতম।
সেই দারিদ্রপীড়িত রংপুরের নিম্ন আয়ের মানুষের জন্য যখন-তখন টাকা তুলে বিদ্যুৎ সংযোগ চালু রাখা বেশ কঠিন। তাছাড়া এই প্রিপেইড মিটার নিয়ে নানা ভীতি ও সন্দেহ রয়েছে গ্রাহকদের মাঝে। তাই গণশুনানী না করে আর কোন প্রিপেইড মিটার সংযোগ রংপুরে করতে দেয়া হবে না বলে হুশিয়ারী দেন বক্তারা।
এসময় উপস্থিত ছিলেন আতাউর রহমান, ওসমান গণি ওসমান, নুরমোহাম্মদ, আবু সাঈদ সাগর, আলমগীর হোসেন অপুসহ শতাধিক গ্রাহক।
এদিকে একই সময় রংপুর নগরীর শাপলা চত্বরে বিদ্যুৎ অফিসের সামনে সাধারণ বিদ্যুৎ গ্রাহকবৃন্দের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেই মানববন্ধনে বক্তব্য রাখেন প্রভাষক দেলোয়ার হোসেন, ক্বারী আতাউল হক, লুৎফর রহমান চৌধুরী লিখন, শহিদুল ইসলাম খোকন ও মনিরুল ইসলাম মিন্টুসহ অন্যান্য গ্রাহকবৃন্দ।
উল্লেখ্য রংপুর নগরীতে নেসকো বিদ্যুত বিতরণ বিভাগ ৩ এর আওতায় ২২ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে প্রিপেইড মিটার সংযোগ। রংপুরের অন্যান্য বিতরণ বিভাগেও সংযোগ শুরু হয়েছে। সীমিত পরিসরে সংযোগেই গ্রাহকদের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অন্যদিকে প্রিপেইড মিটার অপসারনের দাবীতে ইতিমধ্যে স্মারকলিপি প্রদান, মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালন করেছে এবং আগামী শনিবার মানববন্ধনসহ রাস্তায় নামার হুমকি দিয়েছে আরো কয়েকটি সংগঠন।