কুষ্টিয়ায় শহরের কমলাপুর এলাকা থেকে রুবিনা খাতুন (৩০) নামে এক নারী পুলিশের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল ২৫ ডিসেম্বর বুধবার রাত ৮ টার দিকে ৩/১ গির্জানাথ মজমপুর সড়কে বাঁধন ম্যানশন আমজাদের প্ল্যাট বাড়ীর ৩য় তলা থেকে উদ্ধার করে এ মরদেহটি। সে মেহেরপুর জেলার মজিব নগর এলাকার আল শেখের স্ত্রী এবং কুষ্টিয়া চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের খোকসা জি.আর হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ওসি শেহাবুর রহমান। এ বিষয়ে তিনি আরও বলেন ২০১৩ সালের পুলিশে যোগদান করেন এরপর কুষ্টিয়া জেলায় বিভিন্ন থানায় এবং সর্বশেষ কোর্টে দায়িত্ব পালন করেছেন। ২৫ ডিসেম্বর উপলক্ষে সরকারী ছুটি থাকা সময়ে বাসায় ছিলেন। এরপর তার সহকর্মীরা বিকাল ২টার দিকে তার মুঠো ফোনে ফোন দিলে রিভিস না করায় তার স্বামী আল শেখের কাছে বিষয়টি জানান।
এক পর্যায়ে তার সহকর্মীরা তাদের বাসায় চলে আসার পর স্বামীকে মোবাইল ফোন রিসিভ না করার বিষয়ে জানতে চাইলে তার স্বামী বলেন সকালের দিকে তার স্ত্রী রুবিনা খাতুনের সাথে রান্না সংক্রান্তে বিরোধ বাধে এরই জের ধরে দরজা বন্ধ করে দেয় এরপর সে আর দরজা খোলে নাই। পরে বন্ধকৃত দরজা শব্দ করার পরেও রুবিনা খাতুনের কোন সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে রুবিনার ঝুলুন্ত মরদেহ দেখেন তারা।
এরপর পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন। এ সময় তিনি আরও বলেন আসলে এটি আত্মহত্যা না হত্যা তা ময়নাতদন্তের পর জানা যাবে। তবে এ সংক্রান্তে একটি অপমৃত্যু মামলা হবে বলে তিনি জানান। তার এমন মৃত্যুতে কুষ্টিয়ার পুলিশ শোকাহত।