× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

পুলক রায়,নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি।

২৬ ডিসেম্বর ২০২৪, ১৬:৫১ পিএম । আপডেটঃ ২৬ ডিসেম্বর ২০২৪, ১৭:১০ পিএম

ছবিঃসংবাদ সারাবেলা।

শেরপুরের নালিতাবাড়ীতে উপজেলার ভোগাই ও চেল্লাখালী নদীর , চেল্লাখালী এবং বুরুঙ্গা বালুমহালের ইজারা বাতিলসহ সবধরণের অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধন করা হয়েছে। 

আজ(২৬ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদের গেইটের সম্মুখে নালিতাবাড়ী উপজেলার জনগণের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত নারী-পুরুষের সাথে একাত্মতা প্রকাশ করে অবৈধ বালু উত্তোলন বন্ধে বক্তব্য রাখেন- উপজেলা ছাত্রদলের আহবায়ক আপন সরকার ও উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন সামাদ। এসময় বক্তারা উপজেলা প্রশাসন কর্তৃক বারবার অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনার পরও অবৈধ বালু উত্তোলন বন্ধ না হওয়ায় উদ্বেগ প্রকাশ করে বালু মহালের ইজারা বন্ধের দাবী জানান।
এসময় তারা বলেন, ভোগাই ও চেল্লাখালী নদীর তিনটি বালু মহাল ছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে এবং নদীর বিভিন্ন অংশে ব্যাপকহারে অবৈধ বালু উত্তোলন চলছে। এতে করে নাকুগাঁও স্থলবন্দর, নাকুগাঁও ব্রিজ, বুরুঙ্গা ব্রিজ ও রাবারড্যামসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা হুমকীতে পড়েছে। প্যারাগন কোম্পানীসহ বিভিন্ন স্থানে বাইরে থেকে বালু কিনে তা পরিবহন করে আনা হলেও ওইসব বালু থেকে রয়েলিটির নামে অবৈধভাবে চাঁদা আদায় করা হচ্ছে।
মানববন্ধন শেষে আয়োজকরা জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের কাছে গণস্বাক্ষরিত স্মারকলিপি প্রদান করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.