রংপুরের বদরগঞ্জ পৌরসভা সহ উপজেলার ১০ টি ইউনিয়নে ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিম্ন আয়ের মানুষের মাঝে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়। বাজার মূল্যের চেয়ে কম দামে টিসিবির পণ্য পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষেরা। তবে এবারে তেল না পাওয়ায় ক্ষুব্ধ ফ্যামিলি কার্ড ধারীরা। অনেকে আবার টিসিবির পণ্যে তেল না থাকায় টিসিবির পণ্য উঠাচ্ছেন না।
আজ (২৬ ডিসেম্বর) সকাল ১০ টায় পৌরসভার মাঠে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের শুরু হয় বিকেল পাঁচটা পর্যন্ত চলে। এবারে টিসিবির পণ্যে পাঁচ কেজি চাল ও দুই কেজি মশুরের ডাল পাওয়া গেলেও মিলছে না সয়াবিন তেল। তাই আগ্রহ হারিয়েছেন ক্রেতারাও।
টিসিবির পণ্যের নিতে আসো পৌরসভার নিবাসী বালুয়া ভাটা গ্রামের এক নারী বলেন, সয়াবিন তেলের জন্যেই নেই, এবারে তেল নাই তাই টিসিবির পণ্য নিবো না। তেল দিলে আবার নিতে আসবো।
মেসার্স মাহাদি ট্রেডার্স টিসিবির ডিলার বলেন, এবারে সয়াবিন তেল না থাকায় টিসিবির পণ্য নিতে কার্ড ধারীরা আসছে। আমাদের ৬ নং ওয়ার্ড থেকে ৯ নং ওয়ার্ড পর্যন্ত ৭৬৭ জন টিসিবির কার্ডধারী রয়েছে। অপরদিকে রিফা ট্রেডার্স টিসিবির ডিলার আলামিন বলেন, ১ নং ওয়ার্ড থেকে ৫ নং ওয়ার্ড ১৯৩০ জন কার্ডধারী রয়েছে। সকাল থেকে কার্ডধারীদের টিসিবির পণ্য দেওয়া হচ্ছে।
পৌরসভার কর্মরত আবুল হোসেন বলেন, পৌরসভায় টিসিবির ফ্যামিলি কার্ডগুলো জমা নেওয়ার পর আবারো তাদের মধ্যে বিতরণ করা হচ্ছে। এবারের টিসিবির পণ্যে তেল না থাকায় প্রায় ১৫০ টি মতো কার্ড পৌরসভায় রয়েছে। তবে এখনো যারা আসছে তাদেরকে ফ্যামিলি কার্ডগুলো দেওয়া হচ্ছে।