কুড়িগ্রামের রৌমারীতে বিপন্ন প্রজাতির শকুনের দেখা মিলেছে। ভারতের হিমালয় থেকে উড়ে আসা শকুনটি দেখতে উৎসুক জনতা ভীড় করছে।পরে স্থানীয়রা শকুনটিকে বনে অবমুক্ত করে দেয়। গতকাল (২৫ ডিসেম্বর) বিকেলে রৌমারী উপজেলার শৈলমারী ডাংগুয়া পাড়া গ্রামে শকুনটি উড়ে আসে।
স্থানীয়রা জানান, গতকাল বিকেল বিপন্ন প্রজাতির শকুনটি উড়ে এসে মোঃ মাছুম আলীর টিনের চালে অবস্থান নেন।পরে মাছুম আলীসহ দু তিনজন যুবক শকুনটি ধরে পায়ে দড়ি বেধে আটকে রেখে বন্য প্রাণী অপরাধ দমন অধিদপ্তরে খবর দেয়।মাছুম আলী বলেন, শকুনটি অসুস্থ ছিল। বন্য প্রাণী অধিদপ্তরের সাথে কথা বলে স্থানীয় একটি বনে শকুনটিকে অবমুক্ত করা হয়েছে।
বন্য প্রাণী অধিদপ্তরের কর্মকর্তা রথীন্দ্র বলেন,দূর্গম ও প্রত্যন্ত অঞ্চল হওয়ায় ফোনে প্রাথমিক চিকিৎসার পরামর্শ দিয়ে অবমুক্ত করার কথা বলা হয়েছে।
তিনি আরো বলেন,শীতকালীন সময় আমাদের দেশে বিভিন্ন প্রজাতির পরযায়ী পাখির দেখা মেলে।এসব পাখিদের না ধরে অবমুক্ত করে দেওয়ার ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে।