× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

‘গোজু রিউ-ই-কাতা’ আন্তর্জাতিক প্রতিযোগিতা

রাজশাহী শিক্ষা বোর্ড দশটি মেডেল নিয়ে রানার-আপ

রাজশাহী ব্যুরো।

২৬ ডিসেম্বর ২০২৪, ১৯:০০ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা

দ্বিতীয় ‘গোজু রিউ-ই-কাতা’ আন্তর্জাতিক প্রতিযোগিতায় রাজশাহী শিক্ষা বোর্ডের টিম অংশগ্রহণ করে রানার-আপ হওয়ার গৌরব অর্জন করেছে। শিক্ষা বোর্ডের খেলোয়াররা মোট দশটি মেডেল অর্জনে সক্ষম হয়েছে। এরমধ্যে সাতটি স্বর্ণ, একটি রৌপ্য ও দুইটি রূপার পদক অর্জন করে আন্তর্জাতিক পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে বলে প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়।

গত ৯ অক্টোবর’ ২০২৪ ইং তারিখে অনুষ্ঠিত দ্বিতীয় গোজু রিউ-ই-কাতা প্রতিযোগিতায় মোট ২০টি দেশ অংশগ্রহণ করে। দেশের সার্বিক পরিবেশ অস্থিতিশীল থাকার কারণে উক্ত প্রতিযোগিতার পদক বিতরণ কয়েকমাস পরে দেয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

রাজশাহী শিক্ষা বোর্ড খেলায় সর্বমোট দশটি পদ অর্জন করেছে। এরমধ্যে স্বর্ণপদক অর্জন করেছে সাতটি, রৌপ্য একটি ও তাম্র পদক পেয়েছেন দুইজন খেলোয়ার। স্বর্ণপদক পেয়েছেন, শেখ মাহমুুদুন নবী তুষার, ফরিদ হোসেন, রুবেল খান, ফাতেমা, সোমা খাতুন, নুর মোহাম্মদ সাদ, অনিরুদ্ধ ঘোষ অনি। এছাড়াও রৌপ পদক পেয়েছেন জীবন  রানা এবং পারভেজ হোসেন ও  অরিদম ঘোষ রূদ্ধ অর্জন করেছেন তাম্র মেডেল।

আজ ২৬ ডিসেম্বর ঢাকা থেকে নিয়ে আসা ট্রফিগুলো রাজশাহী শিক্ষা বোর্ডে বিজয়ীদের হাতে তুলে দেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. অলীউল আলম। ট্রফি বিতরনকালে উপস্থিত ছিলেন, বোর্ড সচিব প্রফেসর মো. হুমায়ূন কবীর, প্রফেসর মো. আরিফুল ইসলাম, কলেজ পরিদর্শক এনামুল হক, বিদ্যালয় পরিদর্শক মহা. জিয়াউল হক, সিনিয়র সিষ্টেম এনালিষ্ট প্রকৌশলী মোহাম্মদ শফিকুল ইসলাম, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (সনদ ও রেকর্ড) মো. মুঞ্জুর রহমান খান, উপ-সচিব (ভান্ডার) মোহা. দুরুল হোদা, উপ-কলেজ পদির্শক লিটন সরকার, উপ-বিদ্যালয় পরিদর্শক মো. ফরিদ হাসান, রাজশাহী শিক্ষা বোর্ডের কর্মচারী ইউনিয়নের সভাপতি মোহা. হুমায়ন কবীর ও সাধারণ সম্পাদক মো. মাহাবুব আলী প্রমূখ।

বাংলাদেশ টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্বে ছিলেন নুরু উদ্দীন চৌধুরী রানা। আন্তর্জাতিক এই প্রতিযোগিতাটি গত ৯ অক্টোবর ঢাকাতে অনুষ্ঠিত হয়। এতে মোট বিশটি দেশের খোলোয়াররা অংশগ্রহণ করেন। উক্ত প্রতিযোগিতায় বাংলাদেশ ছাড়াও অংশ নেয়, পাকিস্তান, ভারত, স্পেন, জার্মানি, কুরগিস্তান, মরোক্ক, কিউবা, যুক্তরাষ্ট্র, ব্রাজিল, জিম্বাবুয়ে, ইরাক, আরব আমিরাত, ডোমিনিকা, নিকারাগুয়া, শ্রীলঙ্কা, নেপাল, আলজেরিয়া, সুইডেন, ও লিবিয়া।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.