× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দাগনভূঞায় ৪০ দিন ব্যাপী জামায়াতে নামাজ আদায়কারীদের মাঝে সাইকেল বিতরণ

ইমাম হোসেন খাঁন, দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি।

২৭ ডিসেম্বর ২০২৪, ২০:২১ পিএম

ছবিঃ সংগৃহীত।

ফেনীর দাগনভূঞা উপজেলার রামনগর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী রামনগর ইউনিয়ন শাখার আয়োজনে  ৪০ দিন ব্যাপী মসজিদে জামায়াতে নামাজ আদায় ও প্রাথমিক সুরা সমূহ অর্থসহ মুখস্থকরণ প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে ইউনিয়নের তুলাতুলি বাজারে রামনগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ আহছান উল্যাহর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.মোঃ ফয়জুল হক।

বিশেষ অতিথি ছিলেন দাগনভূঞা - সোনাগাজী উন্নয়ন পরিষদের চেয়ারম্যান ডাঃ ফখরুদ্দিন মানিক, দাগনভূঞা উন্নয়ন পরিষদের সভাপতি মেজবাহ উদ্দিন সাঈদ, দাগনভূঞা বাজারের ব্যবসায়ী এ এস এম নুর নবী দুলাল, দাগনভূঞা জামায়াত ইসলামীর আমীর মাওলানা গাজী সালেহ উদ্দিন, সেক্রেটারী কামাল উদ্দিন পাটোয়ারী, ব্যাংকার মোহাম্মদ আনোয়ার উল্ল্যাহ, দাগনভূঞা পৌরসভার সাবেক প্যানেল মেয়র নজির আহম্মদ, দাগনভূঞা বাজারের ব্যবসায়ী ইসমাইল হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন ফেনী জেলা ছাত্র শিবিরের দাওয়া সদস্য আতিক উল্ল্যাহ শরিফ, সাবেক ইসলামী ছাত্র শিবিরের নেতা দেলোয়ার হোসেন মিঠু, রামনগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাবেক নেতা ডাঃ সাইফুল ইসলাম, মুক্তার বাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা মাকসুদর রহমান, তুলাতুলি শাহী জামে মসজিদের খতিব  হযরত মাওলানা ক্বারী আব্দুল মালেক, ব্যাংকার মুসফিকুর রহমান আরাফাত, দাগনভূঞা উপজেলা  যুবদলের যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন টিংকু প্রমূখ।

উল্লেখ্য, এই প্রতিযোগীতা মোট ২০২ জন প্রতিযোগিতা অংশগ্রহণ করে। পরীক্ষার মাধ্যমে ৫৬ জন পরীক্ষায় পাশ করে। এই ৫৬ জনকে সাইকেল পুরুষ্কার দেওয়া হয়। বাকি ১৪৭ জনকে স্কুল ব্যাগ, খাতা, কলম, ক্যালেন্ডার পুরুষ্কার প্রদান করা হয়। এছাড়াও রামনগর ইউনিয়নের ১৬ টি জামে মসজিদের ইমামদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.