ময়মনসিংহের ফুলপুরে ২৯ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ র্যাব-১৪-এর হাতে হেলাল উদ্দিন (৪৬) নামে এক মাদক কারবারি আটক হয়েছে। এ সময় ট্রাক ভর্তি ২১০ বস্তা ধানসহ আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৪ এর সিনিয়র পুলিশ সুপার (মিডিয়া) মোঃ নাজমুল ইসলাম।
গতকাল (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-হালুয়াঘাট আঞ্চলিক মহাসড়কে ফুলপুর হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক হেলাল শেরপুর জেলার নকলা উপজেলার মধ্যকায়দা গ্রামের মৃত আব্দুল হাইয়ের পুত্র।
র্যাব-১৪ জানায়, র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফুলপুর হাসপাতাল এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ধানভর্তি একটি ট্রাককে (ঢাকা মেট্রো-ট, ১৮-৫০৫৮) সন্দেহ হলে এতে তল্লাশি চালানো হয়। পরে ওই ট্রাক থেকে ২৯ কেজি ৪০০ গ্রাম গাঁজা জন্দ করাসহ মাদক কারবারি হেলালকে আটক করে ফুলপুর থানায় হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে জানতে চাইলে ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাদি জানান, ২৯ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ ধানভর্তি ট্রাকটি থানা হেফাজতে রয়েছে। আর আসামির বিরুদ্ধে ফুলপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাকে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।