× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চন্দনাইশে ১০ হাজার শীতার্তদের মাঝে এম এ তাহেরের শীতবস্ত্র বিতরণ

আরফাত হোসেন, (দক্ষিণ) চট্টগ্রাম প্রতিনিধি

২৭ ডিসেম্বর ২০২৪, ২১:৪০ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

চট্টগ্রামের চন্দনাইশে ১০ হাজার শীতার্তদের মাঝে  সাজেদা ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়। শুক্রবার উপজেলার এলাহাবাদ মাদ্রাসার মিলনায়তনে ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, সাঙ্গু গ্রুপে ব্যবস্থাপনা পরিচালক এম এ তাহেরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক ক্রিকেটার কাজী হাবিবুল বাশার সুমন। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে সাবেক ক্রিকেটার সৈয়দ হালিম শাহ, বিজিসি ট্রাস্টের রেজিস্টার ড. এম এ সোয়েব।

প্রভাষক মো. রেজাউল করিমের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম, উপাধ্যক্ষ মাওলানা অলি উল্লাহ, মোরশেদুল আলম, চন্দনাইশ প্রেসক্লাবের সভাপতি এড. মো. দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মুহাম্মদ এরশাদ, শিক্ষক আমজাদ হোসেন, আবদুল হালিম, জাহাঙ্গীর আলম প্রমুখ।

সভায় সাবেক ক্রিকেটার সুমন বলেন, মানবতার জন্য জীবন গঠনের জন্য সমাজবদ্ধ মানুষ এবং সামাজিকতা একই সূত্রে গাঁথা। বিষয়টিকে ধারণ করে সামাজিক দায়বদ্ধতার আলোকে আর্তমানবতার সেবায় প্রতিবছরের ন্যায় সাজেদা ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ একটি মহৎ উদ্যোগ। তিনি এই উদ্যোগকে অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছেন। ফাউন্ডেশনের পক্ষ থেকে উত্তরবঙ্গে ২৫ হাজার , চন্দনাইশে ১০ হাজার ও পটিয়াতে ৫ হাজার হতদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.