× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাজশাহীতে নাদিম বক্সিং একাডেমির শুভ উদ্ধোধন

রাজশাহী ব্যুরো।

২৭ ডিসেম্বর ২০২৪, ২১:৪৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

রাজশাহী নগরীর রেলওয়ে মাঠে উদ্বোধন হলো নাদিম বক্সিং একাডেমি। উদ্বোধন উপলক্ষে প্রথম একমাস কোনরকম ভর্তি ফি ছাড়াই আগ্ৰহীরা এই একাডেমিতে ভর্তি হবার সুযোগ পাবেন। 

নাদিম বক্সিং একাডেমির কর্ণধার নাদিম বক্সিং খেলোয়ার কোটায় বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করার সুযোগ পেয়েছিলেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর বক্সিং ক্লাব ছাড়াও বাংলাদেশ জাতীয় দলের প্রশিক্ষক ছিলেন।

বিশ্বের বিভিন্ন দেশ থেকে আন্তর্জাতিক পুরস্কার বাংলাদেশের জন্য বয়ে এনেছেন এই একাডেমির কর্ণধার ও প্রশিক্ষক নাদিম। এরমধ্যে অন্যতম হলো, ভারত, পাকিস্তান শ্রীলংকা, মায়ানমার, নেপাল, ভুটান ও ইতালি।

উক্ত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, বিশেষ অতিথি ছিলেন ১৯ ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও উক্ত একাডেমির পৃষ্ঠপোষক ও উপদেষ্টা নূরুজ্জামান টিটো, রাসিকের সাবেক কাউন্সিলর মাসুদ, ক্রীড়া অনুরাগি ও সংগঠক ইঞ্জিনিয়ার শাকিলুর রহমান শাকিল, ধারাভাষ্যকার সামসুল ইসলাম, শাহমখদুম থানা বিএনপির সম্পাদক মতিন।

এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহীর বক্সিং জগতের খ্যাতিসম্পন্ন খেলোয়ার ওস্তাদ আমজাদ আলী সহ নগরীর সাবেক ও বর্তমান বক্সিং খেলোয়ারগণ।
সাবেক বক্সিং খেলোয়াররা দুঃখ প্রকাশ করে বলেন, বক্সিং খেলাটি পৃষ্টপোষকতার অভাবে অনেক পিছিয়ে পড়েছে। রাজশাহীর সোনালী সংঘ একসময় দেশের সেরা বক্সিং ক্লাব ছিলো  এছাড়াও নগরীর পাচ ছয়টি স্থানে একসময় বক্সিং ক্লাবে তৈরি হতো বক্সিং প্লেয়ার। 

নেশা, বাজে আড্ডা ও মোবাইলের আসক্তি ছেড়ে খেলোয়ার কোটায় তরুণরা যেনো সেনাবাহিনী-পুলিশ ও বিজিব মতো পেশাতে চাকরি করার সুযোগ পায়, সেই লক্ষ্য নিয়ে এই বক্সিং একাডেমির যাত্রা শুরু করলাম, নিজ বক্তব্যে বলেন একাডেমীর কর্ণধার ও প্রশিক্ষক নাদিম হোসেন। তিনি পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষের কাছে রেলের মাঠের এক কোনে একটি ড্রেসিং রুম ও একটি টয়লেট নির্মানের অনুমতি চান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, খেলাধুলার মাধ্যমে সমাজকে দূষণমুক্ত করতে হবে। তিনি আরো বলেন, মেধাভিত্তিক বাংলাদেশ গড়তে হবে। সমাজে সকলের মাঝে সোহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন, শফিকুল হক সোহেল। সভাপতিত্ব করেন, নূরুজ্জামান টিটো।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.