× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মানিকগঞ্জে বক্তা ও অতিথির নাম ছাড়াই ওয়াজ মাহফিল

মানিকগঞ্জ প্রতিনিধি

১৫ ডিসেম্বর ২০২৫, ১৫:৩১ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

মানিকগঞ্জ সদর উপজেলার পাথরাইল এলাকায় বাইতুল নূর জামে মসজিদে আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিলকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল ও আলোচনা সৃষ্টি হয়। কারণ হিসেবে দেখা যায়, মাহফিল উপলক্ষে টানানো ব্যানারে কোনো বক্তা বা অতিথির নাম উল্লেখ করা হয়নি, যা সাধারণত এ ধরনের ধর্মীয় অনুষ্ঠানে দেখা যায় না।

ব্যানারে শুধু উল্লেখ ছিল—পাথরাইল বাইতুল নূর জামে মসজিদের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হবে এবং ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। প্রধান বক্তা বা অতিথি আলেমদের নাম না থাকায় অনেকেই এটিকে ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে দেখেন। 

স্থানীয়দের মতে, ওয়াজ মাহফিলে বক্তার নাম থাকাটা প্রায় অলিখিত নিয়ম। কিন্তু এখানে বক্তার নাম না থাকায় বিষয়টি অনেকের নজর কেড়েছে। কেউ কেউ এটিকে আয়োজকদের ভিন্নধর্মী উদ্যোগ হিসেবে দেখছেন। শুরু থেকেই মানিকগঞ্জে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলো মাহফিল অনুষ্ঠান ।

এরপর গতকাল রোববার (১৪ ডিসেম্বর ২০২৫) বাদ আছর মসজিদসংলগ্ন মাঠে একদিনব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কুরআন হযরত মাওলানা মুফতি মো. ইছহাক সাহেব (দাঃ বাঃ)। তিনি বর্তমানে তা’লিমে ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের খাদেম ও বক্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিশেষ বক্তা হিসেবে আরও বক্তব্য রাখেন হযরত মাওলানা ক্বারী খন্দকার সিদ্দিকুর রহমান, হযরত হাফেজ মাওলানা শফিউল বাশার (ঢাকা বিশ্ববিদ্যালয় জামে মসজিদ) এবং হযরত মাওলানা মুফতি মিজানুর রহমান হাবীবী।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো. বাদশা মিয়া। বিশেষ অতিথি ছিলেন লন্ডনপ্রবাসী ডা. মো. মিজানুর রহমান ও স্থানীয় ব্যবসায়ী আব্দুল খালেক (বাবু)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মসজিদ কমিটির সভাপতি মুহাম্মদ আবুল কালাম আজাদ। উপদেষ্টা হিসেবে ছিলেন নাছির উদ্দিন এবং মাহফিল পরিচালনা করেন মসজিদের ইমাম মো. আমিরুল ইসলাম আরিফী।

আয়োজক সূত্র জানায়, মাহফিল সফল করতে স্থানীয় যুবসমাজ, প্রবাসী ও এলাকাবাসী সার্বিক সহযোগিতা করেন। মুসল্লিদের সুবিধার্থে নারীদের জন্য পর্দার সঙ্গে আলাদা ব্যবস্থা রাখা হয়। বক্তা ও অতিথির নাম ছাড়াই মাহফিল আয়োজনের বিষয়টি শেষ পর্যন্ত এলাকায় ভিন্নধর্মী আয়োজন হিসেবেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.