চুয়াডাঙ্গার জীবননগরে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে বিজয় দিবস উদযাপিত হয়েছে। আজ মঙ্গলবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এর আগে সকাল ৬টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে ৩১ বার তোপধ্বনি দেওয়া হয়।
এরপর সকাল সাড়ে ৮টায় জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বিজয় দিবসের কুচকাওয়াজ এবং ডিসপ্লে প্রদর্শন করা হয়।
এরপর মাধবখালীতে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানো হয়। পরে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া খাবার বিতরণ, উপজেলা পরিষদ চত্বরে তিন দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধনসহ বিভিন্ন আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমীন। বিশেষ অতিথি ছিলেন সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জীবননগর উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার, জীবননগর থানার পরিদর্শক (অপারেশন) আতিয়া রহমান, জীবননগর উপজেলা সমবায় অফিসার নূর আলম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, সাবেক কমান্ডার দলিল উদ্দীন দলু, উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মকবুল হাসান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জুয়েল শেখ, উপজেলা শিক্ষা কর্মকর্তা ইসমাইল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির উদ্দিন মোড়ল, উপজেলা জামায়াতের আমির মাওলানা সাজেদুর রহমান, জীবননগর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রিমন, জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রিপন হোসেন প্রমুখ।