শ্রীমঙ্গলে ঐতিহ্যবাহী ৭০ বছরের পুরোনো চিরাচরিত মাছের মেলা শুরু হয়েছে। পৌষ সংক্রান্তির উৎসব ঘিরে বসেছে মাছের মেলা। মেলা বসেছেও মৌলভীবাজারের শেরপুরে। বাংলাদেশের সবচেয়ে বড় মাছের বসে একদিনব্যাপি কয়েক কোটি টাকার মাছ বিক্রি হয়। করোনার কারনে মেলা সীমিত করা হয়েছে। দুপুরে শ্রীমঙ্গল নতুন বাজারে মাছ মেলায় দেখা গেছে নানা জাতের মাছের পসরা সাজিয়ে রেখেছে। মেলায় দুটি বাঘাই মাছই সবচেয়ে বড়। বড় বাঘাই মাছটির ওজন ৭৫ কেজি এর চেয়ে ছোট মাছটির ওজন ৪৫ কেজি।
মাছ বিক্রেতা শ্রীমঙ্গল লালবাগ এলাকার হাফিজ আহমেদ বলেন, বড় বাঘাই মাছের ওজন ৭৫ কেজি। বিশালাকৃতির এ মাছটির দাম হাকানো হয়েছে ১ লক্ষ ৬০ হাজার টাকা। এর চেয়ে ছোট বাঘাইর মাছটির ওজন ৪৫ কেজি দাম হাকানো হয়েছে ১ লক্ষ ২০ হাজার টাকা। বড় মাছটির দাম উঠেছে ৭৫ হাজার টাকা। মাছ দুটির দাম বেশি পেলে ছেড়ে দেয়া হবে।
অন্য মাছ ব্যবসায়ী শফিক মিয়া বলেন, রুই, কাতল, মৃগেল, বোয়াল, চিতলসহ বহু টাকার মাছ মেলা উপলক্ষে এনেছি। ভালো দাম পাওয়া নিয়ে টেনশনে আছি। মেলায় দেখতে গোলাম মোস্তফা ও আবুল কাশেম জানান, ৭২ কেজি ওজনের বাঘাইড়টি এ বছর মেলার সবচেয়ে বড় মাছ।
মাছ কিনতে আসা মোঃ দোলন মিয়া জানান, মেলায় যেসব মাছ উঠেছে সব বড়লোক আর পয়সাওয়ালাদের জন্য। মধ্যবিত্ত আর নিম্নবিত্তদের এসব মাছ কেনা অসম্ভব। তবে সাধ্য না থাকলেও দেখতে তো অসুবিধা নেই!
শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন বলেন, পৌষ সংক্রান্তি উপলক্ষে মেলায় বড় বড় মাছ আনা হয়েছে। একসঙ্গে এত বড় মাছ সারা বছর বাজারে চোখে পড়ে না। গত বছরের তুলনায় এবার মেলায় মাছ কিছুটা কম উঠেছে বলেন।