× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রংতুলি ব্লাড ফাউন্ডেশনের বর্ষপূর্তি, স্বেচ্ছাসেবীদের মিলনমেলা

রূপগঞ্জ প্রতিনিধি

১৫ জানুয়ারি ২০২২, ০৬:১৫ এএম

মানবতা বেঁচে আছে রক্ত দিবো হেঁসে হেঁসে শ্লোগানকে প্রতিপাদ্য করে নারায়ণগঞ্জের রূপগঞ্জে সামাজিক সংগঠন রংতুলি ব্লাড ফাউন্ডেশনের ১ম বর্ষপূর্তি উপলক্ষে স্বেচ্ছাসেবী মিলনমেলার আয়োজন করা হয়েছে। বিকেলে উপজেলার ভূলতা স্কুল এন্ড কলেজের ( গাজী অডিটরিয়ামে ) রংতুলি ব্লাড ফাউন্ডেশনের ১ম বর্ষপূর্তি উপলক্ষে সেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত হয়। এসময় সমাজসেবা ও রক্তদানে বিশেষ অবদান রাখায় স্বেচ্ছাসেবী ব্যক্তি ও সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

রূপগঞ্জ উপজেলার ২৬ সামাজিক সংগঠনের সদস্যদের উপস্থিতিতে রংতুলি ব্লাড ফাউন্ডেশনের এক বছর পেরিয়ে দুই বছরে পদার্পণ উপলক্ষে স্বেচ্ছাসেবী মিলনমেলায় উপস্থিত ছিলেন গবেষক কলামিস্ট ও রূপগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীম, রংতুলি ব্লাড ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা উপদেষ্টা ভুলতা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আউয়াল স্যার, উপদেষ্টা শরীফ মোল্লা, আরিফুল ইসলাম আরো উপস্থিত ছিলেন- ভুলতা স্কুল এন্ড কলেজের প্রভাষক শামীমা সুলতানা উমা, ভুলতা স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক হুমায়ূন শিকদার, ডি কে এমসি হসপিটালের নির্বাহী পরিচালক নজরুল ইসলাম, দৈনিক জাগো প্রতিদিন পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি খোরশেদ আলম উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন- রংতুলি ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক রাফসিন হোসাইন শরীফ, সভাপতি রবিন খাঁন,সহ সভাপতি আল আমিন মিয়া, সাধারণ সম্পাদক তাহসিন হাসান কাউছার,সহ সাধারণ সম্পাদক রায়হানা ইসলাম রুনা, সাংগঠনিক সম্পাদক মোঃ ফেরদৌস, প্রচার সম্পাদক মোঃ সাকিব হাসান ,ব্লাড বিষয়ক সম্পাদক- মানসুরা আক্তার হিরা সহ সংগঠনের সকল সদস্য বৃন্দ।

এ সময় বক্তারা - রংতুলি ব্লাড ফাউন্ডেশনের সকল স্বেচ্ছাসেবীদের ধন্যবাদ জানান এতো সুন্দর একটা আয়েজন করার জন্য। কোভিড-১৯ করোনা ভাইরাস এর তৃতীয় ধাপ ওমিক্রন সম্পর্কে সকলকে সচেতন থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানান। সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য অনুরোধ করেন। যেকোনো প্রকার সহযোগিতা করার প্রত্যয় প্রকাশ করেন।

প্রসঙ্গত, ‘মানবতা বেঁচে আছে রক্ত দিবো হেঁসে হেঁসে’ এ প্রতিপ্রাদ্যকে সামনে রেখে ২০২১ সালের ১৫ জানুয়ারি রংতুলি ব্লাড ফাউন্ডেশন সংগঠনটির যাত্রা শুরু হয়। এর মাঝে সংগঠনটি রক্তদানসহ বিভিন্ন সামাজিক কাজে অবদান রেখে যাচ্ছে। এ পর্যন্ত সংগঠনের সদস্যরা ৩৩৯ ব্যাগ রক্তদান করেছেন।





Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.