× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

টমেটো চাষে অধিক লাভের স্বপ্ন

শ্রীনগর প্রতিনিধি

২৩ জানুয়ারি ২০২২, ০৫:০৮ এএম

শ্রীনগরে শীতকালীন সময়ে টমেটো চাষে লাভের স্বপ্ন দেখছেন কৃষক। অল্পপুঁজিতে লাভজনক টমেটো চাষে কৃষকের আগ্রহ বাড়ছে। তাই শীত মৌসুমের মধ্যকালীন সময়ে আগাম শাক-সবজির পাশাপাশি উন্নত জাতের টমেটোর চাষ বাড়ছে।

উপজেলার কুকুটিয়া এলাকায় অনেকেই ৯০ দিনের টমেটো চাষে অধিক লাভের স্বপ্ন দেখছেন। সরেজমিনে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের পাঁচলদিয়া, মুসলিমপাড়া, জুরাসার ও বিবন্দী গ্রামের বিভিন্ন জমিতে দেখা যায় টমেটোর বাগান। বাগান জুড়ে সারি সারি গাছে থোকায় থোকায় রিষ্টপুষ্ট টমেটোর সমারোহ। অসংখ্য টমেটো পরিপক্ক হচ্ছে। কিছু দিনের মধ্যেই বাগানের সু-স্বাদু এসব টমেটো পাইকারী বাজারে বিক্রি শুরু হবে।

জানা যায়, উপজেলার আড়িয়াল বিল এলাকায় অসংখ্য ভিটায় উৎপাদিত আগাম টমেটো বিক্রি করে স্থানীয় করা লাভবান হয়েছেন।

কৃষক মো. লিটন, মোস্তফা মিয়া, নিজাম শেখ, মোয়াজ্জেম শেখ জানান, ২৫ থেকে ৩০ শতাংশ জমিতে টমেটো চাষে খরচ পড়ে প্রায় ৩০ থেকে ৪০ হাজার টাকা। বাম্পার ফলন হলে এখান থেকে ২০ হাজার কেজি টমেটোর উৎপাদণ হতে পারে। সব খরচ বাদে প্রতি কেজি টমেটো পাইকারীভাবে গড়ে ১০ টাকায় বিক্রি করা গেলে এচাষে তারা অধিক লাভবান হবেন।

তারা জানান, বর্তমান পাইকারী বাজারে প্রতি কেজি টমেটো বিকিকিনি হচ্ছে ২০ থেকে ২৫ টাকা। স্থানীয় খুচরা বাজারে এর দাম ৩৫ থেকে ৪০ টাকা করে। মুসলিমপাড়ার সাইফুল ইসলাম বলেন, এ বছর এরআর মালিক সিট’র বাহুবালী হাইব্রিড জাতের টমেটোর চাষ করেছি। ৩০ শতাংশ জমিতে প্রায় ২০ হাজার কেজি টমেটো উৎপাদণের লক্ষ্যমাত্রা নিয়ে রাখ টাকা লাভের স্বপ্ন দেখছি। আশা করছি আগামী ২ সপ্তাহের মধ্যে বাগানের উৎপাদিত টাটকা বিষমুক্ত টমেটো বাজারজাত শুরু হবে।






Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.