আজ (২০ আগস্ট) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের ঢুকে পড়ে এইচএসসি ২০২৪ পরীক্ষার্থীরা আন্দোলন করে। তাদের দাবি স্থগিত থাকা বাকি পরীক্ষাগুলো বাতিল করতে হবে। এই আন্দোলনের মুখে চলমান এইচএসসি ও সমমান পরীক্ষার বাকি বিষয়গুলোর পরীক্ষা বাতিল ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু বাতিল করে প্রজ্ঞাপণ জারি না করায় সচিবালয় অবরুদ্ধ করে রেখেছে শিক্ষার্থীরা।
আজ (২০ আগস্ট) বিকেল ৫টার কিছুক্ষণ আগে থেকে সচিবালয়ে সবগুলো গেটে অবস্থান নেন শিক্ষার্থীরা। পরে প্রজ্ঞাপন জারির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা।
এদিকে, দীর্ঘ সময় অফিস শেষ করে বাসায় ফিরতে না পারায় সচিবালয়ে কর্মরত পুরুষ কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বেশি বিড়ম্বনায় পড়েছেন নারীরা।
সচিবালয়ে অবরুদ্ধে এক নারী কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, বাসায় ছোট বাচ্চা আছে। আমাদের এভাবে অবরুদ্ধ করে রেখে তাদের কী লাভ? দাবি তো মেনে নেওয়া হয়েছে। আমাদের জীবনের কী নিরাপত্তা নেই।