× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

‘বাবা দেশে ফেরায় জোভানের কাছে এ বছরটা গুরুত্বপূর্ণ’

আবু ইউসুফ রাসেল

০৬ ফেব্রুয়ারি ২০২২, ০৩:২৩ এএম

ছোটপর্দার জনপ্রিয় মুখ ফারহান আহমেদ জোভান। ২০১৩ সালে আতিক জামানের ‘ইউনিভার্সিটি’ ধারাবাহিক দিয়ে অভিনয় জগতে নাম লিখেন। নাটকটি প্রচারের পর আর পেছন ফিরে তাকাতে হয়নি। এই সময়ে অনেকটাই ব্যস্ত সময় পার করছেন নতুন নতুন কাজ নিয়ে। ছোটপর্দার জনপ্রিয় মুখ ফারহান আহমেদ জোভানের সাথে সমসাময়িক নানা বিষয়ে কথা বলেছেন আবু ইউসুফ রাসেল। যার কিছু উল্লেখযোগ্য অংশ তুলে ধরা হলো সংবাদ সারাবেলার পাঠকদের জন্য।

প্রশ্ন: বর্তমানে আপনি কি নিয়ে ব্যস্ত আছেন ?

জোভান: আমি যেহেতু নাটকে কাজ করছি তাই নাটক নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছি। এর মধ্যে নিজেকেও সময় দিচ্ছি।

প্রশ্ন: হাতে কি কি কাজ আছে..?

জোভান: ভালোবাসা দিবসের আগে হাতে যে সব কাজ ছিল, দুটি বাদে সব কাজ শেষ। মার্চ মাস থেকে ঈদের কাজ শুরু করবো।

প্রশ্ন: ভালোবাসা দিবস উপলক্ষে বিশেষ কি কি কাজ ছিল ?

জোভান: ভালোবাসা দিবস উপলক্ষে পনেরোটি নাটকে কাজ করেছি। এর মধ্যে চট্টগ্রামে ‘লাভ ট্রিপ’ নাটক রয়েছে। এর পরিচালক মহিদুল মুহিন। এই নাটকে অভিনয় করেছেন তানজিন তিশা। আরেকটি নাটক ‘একজন মায়াবতী’ যার পরিচালক ইমরাউল রাফাত। এছাড়া আরও বেশকিছু কাজ করছি।

প্রশ্ন: দেশে ভালোলাগা পর্যটন এলাকা কোনটি আপনার কাছে।

জোভান: অবশ্যই কক্সবাজার। সিলেটের চা বাগান ঘুরতে ভালো লাগে। আর বান্দরবানের সাজেক ; যেখানটায় গেলে মনে হয় আকাশ ছুঁয়ে এলাম।

প্রশ্ন: নতুন বছরের প্রত্যাশা সম্পর্কে বলেন...

জোভান: নতুন বছরটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ ও স্পেশাল, কারণ বাবা স্থায়ী ভাবে দেশে ফিরছেন। ১৫ বছরের বেশি সময় তিনি ইউরোপে কাটিয়েছেন। আমরা অনেক মিস করেছি বাবাকে। পুরো পরিবারের জন্য বছরটি অনেক আনন্দের। একজন অভিনয় শিল্পী হিসেবে সব সময় ভালোটা দিতে চাই দর্শকদের। সে চেষ্টা অব্যাহত থাকবে। ভালো ভালো কাজ উপহার দেওয়ার চেষ্টা করবো।

প্রশ্ন: ডিজিটাল প্ল্যাটফর্ম ও সিনেমা হল নিয়ে আপনার মতামত..

জোভান: ডিজিটাল প্ল্যাটফর্ম ও সিনেমা হল নিয়ে আমার কিছু বলার নাই। কারণ সেভাবে আমার কাজ করা হয় নাই।

সংবাদ সারাবেলাকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

আপনাকেও ধন্যবাদ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.