ডাংগুলি এন্টারটেইনমেন্টসের ব্যানারে অবমুক্ত হলো ভ্যালেন্টাইন্সে নিয়ে স্পেশাল নাটক ‘১৩৮তম দিন’।
তরুণ নির্মাতা শামীম আহসানের পরিচালনায় প্রথমবারের মতো জুটি বেধেছে জনপ্রিয় মডেল অভিনেতা এবং সঞ্চালক ইমতু রাতিশ এবং মডেল ও সঞ্চালক নাজমী জান্নাত।
‘১৩৮তম দিন’ রচনা করেছেন রায়হান রনি। নাটকটিতে অভিনয় করেছেন ইমতু রাতিশ, নাজমী জান্নাত, রকি খান, আসমা শিউলি, হিয়া, লিমন আহমেদ, সৈয়দ আহাসান, আলমগীর কবিরসহ আরও অনেকে। নাটকটি প্রযোজনা করেছেন বদিউল আলম।
শামীম আহসান বলেন, সবসময়ই চেষ্টা করি ভিন্ন গল্প নিয়ে কাজ করতে। দর্শক কোনো নাটক-সিনেমা দেখার পর যদি তার রেশ কিছু সময় ধরে না রাখতে পারে তবে সেই কাজের স্বার্থকতা নেই বলে আমার মনে হয়। ‘১৩৮তম দিন’ সবার হৃদয়কে স্পর্শ করবে। আশা করি ইমতু-নাজমী জুটিকে দর্শক ভালোবেসে গ্রহণ করবে।
ইমতু রাতিশ বলেন, কাজের ব্যস্ততা অনেক বেশি। নিয়োমিত অনেক নাটকে কাজ করছি। আমার প্রত্যেকটি কাজই বিশেষ, তবে ‘১৩৮তম দিন’ নাটকটিকে আমি এগিয়ে রাখবো। চমৎকার গল্পে মনের মতো একটা চরিত্রে অভিনয় করেছি। ধন্যবাদ নির্মাতা শামীম আহসানকে।