× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাহাত ফতেহ আলীর কনসার্টে শেখ হাসিনার ফাঁসি চেয়ে স্লোগান

বিনোদন ডেস্ক।

২১ ডিসেম্বর ২০২৪, ২১:৪৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

রাজধানীর আর্মি স্টেডিয়ামে চলছে কনসার্ট ‘ইকোস অব রেভল্যুশন।' বিকেল ৪টার দিকে ব্যান্ড সিলসিলার কাওয়ালি গানের মাধ্যমে কনসার্টটি শুরু হয়। 

যৌথভাবে কনসার্টের আয়োজন করেছেস্পিরিটস অব জুলাইপ্ল্যাটফর্ম স্কাইট্র্যাকার লিমিটেড। কনসার্টে জুলাইআগস্ট অভ্যুত্থানে শহীদ আহত পরিবারের শতাধিক সদস্য উপস্থিত রয়েছেন বলে জানা গেছে। 

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ আহত ব্যক্তিদের পরিবারকে সহায়তার জন্য কনসার্টের আয়োজন করা হয়েছে। এই কনসার্ট থেকে আয় হওয়া সব অর্থ শহীদ আহত ব্যক্তিদের পরিবার নিয়ে কাজ করা কল্যাণমূলক সংস্থাজুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন' - দেওয়া হবে।

সন্ধ্যার পর মঞ্চে ওঠেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। এ সময় তিনি শেখ হাসিনার ফাঁসি চেয়ে স্লোগান দেন। তার সঙ্গে গলা মেলান কনসার্টে উপস্থিত হাজারো মানুষ।  

সারজিস আলম মঞ্চে উঠে স্লোগান দেনফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ।

সংগীত ছাড়াও কনসার্ট ইভেন্টে জুলাই বিপ্লব-সংক্রান্ত গ্রাফিতি প্রদর্শনী, মঞ্চনাটক, মুগ্ধ ওয়াটার জোনসহ বিভিন্ন কর্নার রাখা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.