× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গান গাইল উপদেষ্টা আসিফের ব্যান্ড 'সিলসিলা'

বিনোদন ডেস্ক।

২২ ডিসেম্বর ২০২৪, ০০:৪১ এএম

ছবিঃ সংগৃহীত

গতকাল (২১ ডিসেম্বর) বিকেল ৪টায় রাজধানীর আর্মি স্টেডিয়ামে ‘ইকোস অব রেভল্যুশন’ কনসার্ট শুরু হয় সিলসিলা ব্যান্ডের কাওয়ালি দিয়ে। কিন্তু এই ব্যান্ডটিরই একজন সদস্য ছিলেন তরুণ উপদেষ্টা আসিফ মাহমুদ সবুজ ভূঁইয়া।

পুরোনো দিনের বিভীষিকাময় স্মৃতিচারণ করে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘২০২১ সালে টিএসসিতে একটা কাওয়ালি অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। আজ যে সিলসিলা ব্যান্ড পারফর্ম করলো, একসময় আমি ওই দলের সদস্য ছিলাম। আমরা ওই কনসার্টটি করতে পারিনি। সেদিন যে দর্শকেরা এসেছিলেন, তাদের ওপর ফ্যাসিবাদী সরকারের ছাত্র সংগঠন ছাত্রলীগ হামলা করেছিল। আমাদের বোনেদের মাথা ফাটিয়ে দিয়েছিল। গানে, সাংস্কৃতিক সমাবেশেও তাদের এতটা ভয় ছিল যে, তারা আমাদের তখন গান গাইতে দেয়নি। কিন্তু আজকের বাংলাদেশে রাহাত ফতেহ আলী খান কাওয়ালি গাইতে এসেছেন।’

২০২১ সালে নিজ বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে কাওয়ালি গাইতে পারেনি দল 'সিলসিলা'। তৎকালীন সংগঠন ছাত্রলীগের হামলায় পন্ড হয় তাদের পরিবেশনা। তবে ৪ বছর পর বড় পরিসরের অনুষ্ঠানে পারফর্ম করেছে ব্যন্ডটি।

অন্যদিকে এই অনুষ্ঠানের প্রধান আকর্ষন উপমহাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। তিনি মঞ্চে ওঠার আগে দর্শক ও আয়োজকদের শুভেচ্ছা জানাতে আসেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রমুখ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.