× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

তথ্য উপদেষ্টার সঙ্গে রাহাত ফাতেহ আলী খানের সৌজন্য সাক্ষাৎ

সংবাদ সারাবেলা ডেস্ক

২২ ডিসেম্বর ২০২৪, ১৯:৩৭ পিএম

তথ্য উপদেষ্টার সঙ্গে রাহাত ফাতেহ আলী খানের সৌজন্য সাক্ষাৎ

পাকিস্তানের প্রখ্যাত সংগীত শিল্পী রাহাত ফাতেহ আলী খান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার (২২ ডিসেম্বর) সচিবালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।


সাক্ষাৎকালে উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম বলেন, রাহাত ফাতেহ আলী খান শুধু পাকিস্তানের নয়, পুরো উপমহাদেশ এবং বিশ্ব সংগীত জগতের একজন মূল্যবান সম্পদ। বাংলাদেশে তাঁর অসংখ্য ভক্ত রয়েছে। ঢাকার আর্মি স্টেডিয়ামে শনিবার আয়োজিত কনসার্টের জন্য শিল্পীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর এমন একটি কনসার্ট আয়োজন খুবই প্রয়োজনীয় ছিল।


রাহাত ফাতেহ আলী খান বাংলাদেশের সংগীত নিয়ে ভবিষ্যতে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি তিনি বাংলাদেশের সাংস্কৃতিক উন্নয়নে অবদান রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার তাঁকে আমন্ত্রণ জানানোয় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মোঃ মুশফিকুর রহমান এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।


সংবাদ সারাবেলা/২২ডিসেম্বর/মির

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.