এবার একই
ফ্রেমে চমক নিয়ে হাজির হচ্ছেন বলিউড ভাইজান সালমান খান এবং সুপারস্টার হৃত্বিক রোশান।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে জানা গেছে, সালমান-হৃত্বিক একটি বিজ্ঞাপনের জন্য এবার
পর্দায় জুঁটি বাঁধবেন।
প্রতিবেদনে
আরও বলা হয়, আলি আব্বাস জাফরের পরিচালনায় কোনও ছবিতে নয়, বরং বিজ্ঞাপনের জন্য জুটি বাঁধবেন তারা। এই বিজ্ঞাপনের বাজেট
বলিউডের বড় বাজেটের ছবি থেকে বেশি হতে পারে।
জানা
গেছে, হৃতিক ও সালমানকে নিয়ে
একেবারে অ্যাকশন প্রুফ বিজ্ঞাপন শুট করবেন পরিচালক আলি আব্বাস জাফর। মুম্বাইয়েই শুট হবে এই বিজ্ঞাপনের।
এদিকে হৃতিকের
হাতে তেমন কোনও ছবি নেই। তবে সালমান এখনও ব্যস্ত তার নতুন ছবি ‘সিকন্দর’-এর
শুটিংয়ে। প্রাণনাশের হুমকির মাঝেই কড়া নিরাপত্তার মোড়কে শুটিং করছেন বলিউডের ভাইজান।
আগামী বছরের
ইদে ‘সিকন্দর' মুক্তি পাওয়ার কথা রয়েছে।