× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বড়দিন উপলক্ষ্যে ২০২৪ এর নতুন ১০ সিনেমা

মোহাম্মদ আব্দুল্লাহ শিকদার। বিনোদন ডেস্ক।

২৫ ডিসেম্বর ২০২৪, ২২:০৭ পিএম । আপডেটঃ ২৫ ডিসেম্বর ২০২৪, ২২:৫৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

বড়দিন উপলক্ষ্যে প্রতিবছরই হলিউডে বেশকিছু সিনেমা মুক্তি পায় যেগুলো পরিবার পরিজন নিয়ে ধোঁয়া ওঠা গরম কফি কিংবা হট চকোলেট খেতে খেতে উপভোগ করতে পারবেন। হলিউড ছাড়াও সারাবিশ্বেই ক্রিসমাস উপলক্ষ্যে বেশকিছু সিনেমা মুক্তি পায় আর এখন তো বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্ম রয়েছেই। মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত ফোর্বস ম্যাগাজিন তাদের ওয়েবসাইটে ২০২৪ সালের ক্রিসমাস উপলক্ষ্যে মুক্তিপ্রাপ্ত সেরা ১০টি সিনেমার তালিকা তৈরি করেছে। চলুন এক নজরে দেখে আসা যাক সিনেমাগুলো। মন ভাল করতে হালকা চালের এই সিনেমাগুলো সময় করে দেখে নিতে পারেন।

 

১. আওয়ার লিটল সিক্রেট

হলিউডের বখে যাওয়া তারকাদের মধ্যে শীর্ষস্থানীয়দের তালিকায় থাকা লিন্ডসে লোহান অভিনীত 'আওয়ার লিটল সিক্রেট' সিনেমায় আপনারা দেখতে পাবেন কিভাবে সময়ের পরিক্রমায় দুই প্রাক্তন আবারও অদ্ভুতভাবে একটি ক্রিসমাস একসঙ্গে কাটাবেন।

এসময় ঘটে মজার সব ঘটনা যার পরতে পরতে লুকিয়ে আছে অদ্ভুত এবং হাস্যকর সব রহস্য। রোমান্টিক কমেডি জনরার এই সিনেমাটি গত ২৭ নভেম্বর নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে।

 

২.'হট ফ্রস্টি'

ফোর্বসের তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করেছে যে ছবিটি সেটি হল 'হট ফ্রস্টি'। রোমান্টিক কমেডি এবং ফ্যান্টাসি জনরার ১ ঘন্টা ৩২ মিনিটের এই ছবিটি একটি ফ্যান্টাসি কাহিনী ঘিরে নির্মিত হয়েছে।

ক্যাথি নামের এক বিধবা তার জাদুকরী ক্ষমতাবলে একটি বরফের তৈরী 'স্নো-ম্যান' কে জীবিত করে তোলেন। জ্যান্ত হয়ে সেই স্নো-ম্যান, ক্যাথির জীবনে আবারও ভালবাসা ফিরিয়ে আনেন। কিন্তু শীতের শেষ হয়ে আসতেই 'স্নো-ম্যান'র বরফ গলার ভয় এগিওয়ে আসতে থাকে। বাকিটা দেখে নেবেন টেলিভিশনের পর্দায়। নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত এই ছবিটিতে অভিনয় করেছেন, লেসি শ্যাবার্ট, ডাস্টিন মিলিগান সহ আরও অনেকে।

 

৩. 'মিট মি নেক্সট ক্রিসমাস'

তালিকার তৃতীয় স্থানে আছে 'মিট মি নেক্সট ক্রিসমাস'। যথারীতি এটিও একটি রোমান্টিক কমেডি ঘরানার সিনেমা। মুভিটিতে দেখা যায় গল্পের নায়িকা লায়লা তার স্বপ্নের নায়কের সাথে রূপকথার প্রেমের খোঁজে ছুঁটছেন।

এজন্য তাকে নিউইয়র্কের টক-অব-দ্য টাউন পেন্টাটনিক্স ক্রিসমাস ইভ কনসার্টে যেতে হবে। কিন্তু টিকিট তো সব বিক্রি হয়ে গেছে! এখন উপায়? বাকিটা দেখবেন টেলিভিশনের পর্দায়।

 

৪. 'দ্য মেরি জেন্টলম্যান'

জনপ্রিয় পরিচালক পিটার সালিভানের পরিচালনায় নির্মিত 'দ্য মেরি জেন্টলম্যান' মুভিটিতে আপনারা দেখতে পাবেন মেগাসিটির এক ড্যান্সার কিভাবে একটি ছোট শহরে তার বাবা-মায়ের গড়া ছোট্ট একটি কনসার্ট/ শো ভেন্যু বাঁচিয়ে রাখতে এবারের ক্রিসমাসে একটি পারফর্মেন্সের আয়োজন করে সেখানে শুধু পুরুষরাই নাচবেন। 

তার পারফরমেন্সে কি নতুন করে ফিরে পায় সেই ছোট্ট শহরের ছোট্ট ভেন্যুর প্রাণ। দেখতে হলে চোখ রাখতে হবে টেলিভিশনের পর্দায়।

 

৫. 'ডিয়ার স্যান্টা'

হলিউডের কমেডি জগতের কিংবদন্তি জ্যাক ব্ল্যাককে এবার দেখা যাবে স্যান্টা ক্লজের ভূমিকায়। ডার্ক কমেডি, ডার্ক ফ্যান্টাসি ঘরানার এই মুভিটিতে দেখতে পাবেন এক বালক স্যান্টা ক্লজের কাছে তার যে উইশলিস্ট পাঠিয়েছিল সেটাতে একটি বানান ভুলের কারণে পুরো বিষয়টাই গোলমেলে হয়ে যায়।

এরপর সেই গোলমাল মেটাতে স্যান্টারূপে আবির্ভাব ঘটে জ্যাক ব্ল্যাক'র। কিন্তু জ্যাক ব্ল্যাক মানেই গোলমালের ওপর ডাবল গোলমাল। প্যারামাউন্ট প্লাসে মুভিটি দেখতে পাবেন।

 

৬. 'দ্যাট ক্রিসমাস'

অ্যানিমেটেড এই মুভিটিতে আপনারা দেখবেন একটি তুষারঝড় কিভাবে পুরো একটি টাউনের সবার প্ল্যান পাল্টে দেয়। এমনকি স্যান্টা ক্লজও তার পরিকল্পনা পাল্টে নতুন অ্যাডভেঞ্চারে ঝাঁপিয়ে পড়ে।

এ মাসের ৪ তারিখে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে অ্যাডভেঞ্চার,কমেডি ঘরানার এই ছবিটি।

 

৭. 'মেরি'

শিশু যিশুকে বাঁচাতে মেরি ও জোসেফের কাহিনী নিয়ে পৌরাণিক ঘটনা নিয়ে নির্মিত সিনেমা 'মেরি'। এ মাসের ৬ তারিখে নেটফ্লক্সে মুভিটি মুক্তি পায়।

শিশু যিশুর কাহিনী নতুনরূপে পর্দায় দেখতে সিনেমাটি দেখে নিতে পারেন।

 

৮. 'নাটক্র্যাকার্স'

স্ট্রিমিং প্ল্যাটফর্ম 'হুলু' তে দেখতে পাবেন আমেরিকান কমেডি মুভির আরেক কিংবদন্তি বেন স্টিলার অভিনীত 'নাটক্র্যাকার্স'।

কমেডি-ড্রামা ঘরানার এই মুভিতে মজার সব ঘটনার মাধ্যমে পারিবারিক মেলবন্ধনের একটি চমৎকার গল্প দেখানো হয়েছে।

 

৯. 'আ ননসেন্স ক্রিসমাস উইথ সাবরিনা কার্পেন্টার'

বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় পপ আইকন সাবরিনা কার্পেন্টার এবারের ক্রিসমাসে ভক্তদের জন্য নিয়ে এসেছে তার প্রথম ভ্যারাইটি মিউজিক স্পেশাল।


কমেডি এবং ডকুমেন্টারির মিশেলে নির্মিত মুভিটি সাবরিনা কার্পেন্টার ভক্তদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে থাকবে।

 

১০. 'অ্যান অলমোস্ট ক্রিসমাস স্টোরি'

আনিমেটেড এই মুভিটি মূলত ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার জনরার। নিউইয়র্কের বিখ্যাত রকারফেলার প্লাজার জন্য নির্মিত একটি ক্রিসমাস ট্রি তে আটকে যায় ছোট্ট একটি প্যাঁচা।

ঘটনাচক্রে প্যাঁচাটির সঙ্গে হারিয়ে যাওয়া এক ছোট্ট মেয়ের সাক্ষাৎ ঘটে। এরপর চলে তাদের ঘরে ফেরার কাহিনী। তারা কি শেষ পর্যন্ত খুঁজে পেয়েছে তাদের ঘর। দেখুন ডিজনি প্লাসে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.