বলিউডের তারকা
দম্পতি সোনাক্ষী সিনহা এবং জহির ইকবাল এ বছরেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। পারিবারিকভাবেই
এই বিয়ে সম্পন্ন হয়েছে। তার পর থেকেই এই দম্পতি ঘুরে বেড়াচ্ছেন বিশ্বের নানা প্রান্ত।
এ যেন নেভার এন্ডিং এক হানিমুন! এই ঘোরাঘুরির মধ্যেই ক্যামেরার সামনে এসে এক অদ্ভুত
কান্ড ঘটিয়েছেন সোনাক্ষী-জহির।
বিয়ের পর
থেকে সোনাক্ষী-জহিরের ঘোরাঘুরির কোনো থামাথামির লক্ষণ দেখা যাচ্ছে না। এই তারকা দম্পতি।
এবার গিয়েছিলেন
অস্ট্রেলিয়া। সেখান থেকেও একের পর এক ছবি-ভিডিও ফ্রেমবন্দি করে শেয়ার করছেন এই জুটি।
তবে
সোনাক্ষী-জহির এবার যা করে দেখালেন
তাতে অবাক হয়েছেন নেটিজেনরা। দুজনের সাহসের বলিহারি। সামনে ঘুরে বেড়াচ্ছে বিশাল এক গুঁইসাপ (ইংরেজিতে মনিটর লিজার্ড),
দাঁড়িয়ে সেটার ভিডিও করলেন তারা।
এই
মুহূর্তে দুজনে অস্ট্রেলিয়ার একটি আইল্যান্ডে গিয়েছেন ঘুরতে। সেখানে গুঁইসাপ দেখে যে কী মজা
পেয়েছেন সে কথাই সামাজিক
যোগাযোগ মাধ্যমে তুলে ধরেছেন এই জুটি।
অভিনেত্রী
তো তাও বা দূরত্ব রাখলেন
কিন্তু জহির সাহস করে এগিয়ে গিয়ে গুঁইসাপ'র সঙ্গে ছবি তুললেন। তার চোখ মুখের এক্সপ্রেশন ছিল দেখার মত। এখানেই শেষ নয়।
সেই
গুঁইসাপ'র দর্শন পেয়ে সোনাক্ষী লিখছেন,"প্রকৃতির অদেখা কিছু, যেগুলো আমরা সহজে ছুঁতে পাইনা, আমরা দেখতে পাই না সেগুলি উপভোগ
করলাম। প্রথম চোখের সামনে মনিটর লিজার্ড দেখলাম। সবমিলিয়ে এক দুর্দান্ত অভিজ্ঞতা
হয়েছে।
যদিও
তাদের কাণ্ড দেখে হাসছেন নেটিজেনরা। কেউ কেউ আবার সাহসের প্রশংসাও করছেন। নেটিজেনরা লিখেছেন, দাদা-বৌদি তো দারুণ আনন্দ
নিচ্ছেন।
গুঁইসাপের সঙ্গে ছবি দেখতে এখানে ক্লিক করুন
আবার কেউ
বললেন, সবাইকে জ্বালাচ্ছেন এই দুজন ব্যক্তি। আবার কারো কথায়, এই দুজনের কিছুতে ভয়
লাগে না। বিয়ের পর থেকেই তারা নানা এক্সপেরিয়েন্স করে চলেছেন। যেমন ঘুরছেন, তেমনই
বিবাহিত জীবন উপভোগ করছেন।
উল্লেখ্য
সোনাক্ষী শেষবার ক্যামেরার সামনে এসেছিলেন সঞ্জয় লীলা বানসালির হিরামান্ডি সিরিজে।
বিয়ের পর আপাতত অভিনয় থেকে বিরতিতে আছেন তিনি।