× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

'আমার বিয়ে-বাচ্চা সব মানুষ হওয়ায় দিছে'

বিনোদন ডেস্ক।

২৬ ডিসেম্বর ২০২৪, ১৩:১৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

শোবিজ অঙ্গনে দেশের আলোচিত উপস্থাপক ও সঞ্চালক রাফসান সাবাব ও জনপ্রিয় পপ তারকা  জেফার রহমানকে নিয়ে প্রেমের গুঞ্জন চলছে বছর খানেক ধরেই। বিশেষ করে এক বছর আগে যখন রাফসানের সংসার ভেঙে যায় তখন অনেকেই গুঞ্জন রটিয়েছেন জেফারের সঙ্গে সম্পর্কের জেরেই রাফসানের বিচ্ছেদ ঘটেছে। যদিও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু বলেননি জেফার অথবা রাফসানের কেউই। তবে এ বিষয়ে জেফারের কথায় বেশ বিরক্তি প্রকাশ পেয়েছে।

সম্প্রতি থাইল্যান্ডে দু'জনকে একান্তে সময় কাটাতে দেখা গেছে। গত ১৫ নভেম্বর ব্যাংককের সিয়াম প্যারাগন শপিং মলে বিখ্যাত পেরি পেরি ফুড শপের ভেতরে দু'জনকে একসঙ্গে দেখা যায়।

এসময় রাফসানকে একটা হালকা সবুজ শার্ট পরিহিত অবস্থায় দেখা যায়। আর জেফারের পরনে ছিল ওয়ের্স্টান ড্রেস আর মাথায় জড়ানো ছিল পশ্চিমা স্টাইলে স্কার্ফ। খাবার খেতে খেতে কিছুটা সময় একান্তে কাটিয়েছেন তারা। সেই ছবিই গোপনে কোনো ভক্ত ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দিয়েছেন।

শোবিজাঙ্গনের অনেকেরই দাবি, রাফসান জেফার দীর্ঘদিন ধরেই প্রেমের সম্পর্কে রয়েছেন। এমনকি গোপনে তাদের বিয়ের গুঞ্জনও শোনা যাচ্ছে। যদিও কেউই বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি।

তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে রাফসানের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন জেফার। যেখানে তিনি বলেছেন, তাদের দু'জনকে নিয়ে যে গুঞ্জন চলছে সেসব বিষয়ে তার কিছু পরিষ্কার করার নেই।

কারণও ব্যাখ্যা করেছেন এই শিল্পী। তার কথায়, বিয়ে না করলেও মানুষ ইতোমধ্যে তার ব্যক্তিগত জীবন, বিয়ে, সম্পর্ক নিয়ে নানা মন্তব্য করছেন।

জেফার বলেন, ‘আমার বিয়ে-বাচ্চা সব মানুষ হওয়ায় দিছে। এসব বিষয়ে আমার আর কিছু বলার নেই। তাদের যা ইচ্ছা ভাবুক।

রাফসানের সঙ্গে থাইল্যান্ডে ঘুরতে যাওয়া প্রেম নিয়ে এই গায়িকা বলেন, ‘আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে কোনো কিছুই শেয়ার করতে পছন্দ করি না। তবুও আমি যেহেতু একজন পাবলিক ফিগার, তাই আমার জীবন নিয়ে তারা নানা কিছু ভাবছে, বিভিন্ন রকম গল্প তৈরি করছে...আমি তাদেরকে সেসব ভাবতে দিচ্ছি। আপনাদের যা ইচ্ছা ভেবে নেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.