ভারতের জনপ্রিয়
ইউটিউবার রণবীর আলাহাবাদিয়া। তার পডকাস্টে বলিউড পাড়ার উঠতি তারকাসহ নওয়াজউদ্দিন সিদ্দীকির
মত গুণী অভিনেতারাও এসেছেন। নেটিজেনদের মাঝে তিনি ‘বিয়ার বাইসেপস' নামেই বেশি পরিচিত।
সম্প্রতি প্রেমিকাকে নিয়ে গোয়া ভ্রমণে গিয়ে এক মারাত্মক দুর্ঘটনায় পড়েন রণবীর।
ইনস্টাগ্রাম
পোস্টে রণবীর জীবনের কঠিন সময়ের কথা ভক্ত-অনুরাগীদের মাঝে ভাগ করেছেন। যেখানে তিনি
জানান, তার বান্ধবীর সঙ্গে সমুদ্রে সাঁতার কাটার সময় কোন বিপদের সম্মুখীন হতে হয়েছিল
তাকে। সেখানে তারা দু'জনেই জলের স্রোতে ভেসে গিয়েছিলেন।
রণবীর লিখেছেন,
‘আমরা এখন একেবারে ভালো আছি। তবে গতকাল সন্ধ্যা ছয়টায় বা তার কিছুক্ষণ পরে আমার বান্ধবী
এবং আমাকে কিছুটা কঠিন পরিস্থিতিতে পড়তে হয়েছিল।’
ইউটিউবারের
কথায়, ‘এমন অবস্থা হয়েছিল বারবার মনে হচ্ছিল এখনই সব শেষ হয়ে
যাবে। দু’জনে কোনোক্রমে
পানিতে ভেসে থাকার জন্য সংগ্রাম করছিলাম। আমি প্রচুর পানি গিলে ফেলি এবং কিছুটা সময় পর একেবারে নিস্তেজ
হয়ে পড়তে শুরু করেছিলাম।’
শেষে
বলেন, ‘তখন আমি সাহায্যের জন্য চিৎকার করতে থাকি। আইপিএস অফিসার স্বামী-স্ত্রী দম্পতি না থাকলে কী
যে হতো জানি না। তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা থাকবে আজীবন।’