ভারতীয় সিনেমা
জগতের এ বছরের শেষটা একাই কাঁপালো 'পুষ্পা টু'। দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা
আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা অভিনীত ছবিটি মুক্তির পরপরই বক্স অফিসে তোলে ঝড়। আর
অভিনেতা আল্লু অর্জুন তো একের পর এক ঝামেলায় ফেঁসে যাচ্ছেন। এসব একটু সাইডে রেখে আল্লু
অর্জুন জানালেন শ্যুটিংয়ের সময়ের এক মজার অভিজ্ঞতার
কথা।
‘পুষ্পা টু’
মুক্তির আগেই সিনেমার ‘পিলিংস’ গানটি প্রকাশ করেন নির্মাতারা। এতে
আল্লু অর্জুনের কোলে উঠে নাচতে দেখা যায় রাশমিকাকে। গানটির শুটিং করার সময়ে অভিনেতাকে
আহত করেছিলেন রাশমিকা।
ভারতীয় গণমাধ্যেম
বলিউড হাঙ্গামাকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, একদিন নাচের স্টেপ অনুশলীন করছিলাম।
হঠাৎ আমার হাতের চুড়ির আঘাত লাগে আল্লু অর্জুনের হাতে এবং সঙ্গে সঙ্গে রক্তপাত শুরু
হয়। আমার ভীষণ খারাপ লাগছিল। দ্রুত তার হাতের কাটা অংশ চেপে ধরি আমি।
অভিনেত্রী
আরও বলেন, হাতে ব্যান্ডেজ লাগানোর পর আমি তার
হাতের দিকে তাকিয়ে ছিলাম। তখন তিনি বলেছিলেন, ‘ওকে...এটা নাচ, এমনটা ঘটতেই পারে।’কিন্তু আমি তাকে আঘাত দিতে চাইনি।
প্রসঙ্গত,
‘পুষ্পা টু' সিনেমায় আল্লু অর্জুনের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন রাশমিকা। সিনেমায় পুলিশের চরিত্রে অভিনয় করেছেন ফাহাদ ফাসিল। ন্যাড়া মাথার এই আইপিএস অফিসারের
পারফরম্যান্সও দাগ কেটেছে দর্শকদের। মোট পাঁচটি ভাষায় মুক্তি পেয়েছে আল্লু অর্জুনের ‘পুষ্পা টু’। এতে
আল্লু অর্জুন, রাশমিকা এবং ফাহাদ ছাড়া আরও অভিনয় করেছেন, রাও রমেশ, জগদীশ প্রতাপ বান্দারি, শ্রীতেজ, সুনীলসহ প্রমুখ।