× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্রকাশিত হলো মেজবা শরীফের নতুন গান "ভাবনা"

বিনোদন ডেস্ক।

১৩ জানুয়ারি ২০২৫, ১৯:৪০ পিএম

ছবিঃ সংগৃহীত।

প্রকাশিত হলো কণ্ঠশিল্পী মেজবা শরীফের চমৎকার মৌলিক গান।  গানটির শিরোনাম 'ভাবনা'। গানটিতে মেজবা শরীফের সাথে সহশিল্পী হিসেবে ছিলেন ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী অন্বেষা।

গানটি লিখেছেন জনপ্রিয় গীতিকার মোহাম্মদ আলী। সুর করেছেন শিল্পী নিজেই এবং সঙ্গীত পরিচালনায় ছিলেন সময়ের ব্যস্ততম ও জনপ্রিয় কম্পোজার রেজওয়ান শেখ।

গানটির মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন মেজবা ও  অন্তরা ইসলাম। চমৎকার  গানটি চ্যানেল১১ থেকে রিলিজ হয়েছে।


জানতে চাইলে মেজবা শরীফ বলেন,গানটি সবমিলিয়ে অসাধারণ, সবার ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই, যতদিন বেঁচে আছি সঙ্গীতের সাথে থাকতে চাই।
উল্লেখ্য স্বনামধন্য  প্রযোজনা প্রতিষ্ঠানগুলো থেকে প্রকাশিত মেজবার কিছু উল্লেখযোগ্য গান হলো অনুরূপ আইচের লিখায় "আমি তোমার মন" "ঝরছে বৃষ্টি" "ফটো" ও "মনের স্মার্টফোন"।

এছাড়া সালাহউদ্দিন সাগরের লিখা ও এফ এ প্রীতম এর সুরে  হিন্দি গান "প্রিয়া"ও বোঝেনা সে বোঝেনা"। এস কে সাগর সানের লিখা ও সুরে "ভালোবাসি", বাধন রাজের লিখা ও সুরে "কত সুখে আছি আমি",  এম আই মাসুমের লিখা এবং সুর সঙ্গীতে "শুধু আমার"। কবির বকুলের লেখা গান 'নিশ্বাসে বিশ্বাসে' গানগুলো উল্লেখযোগ্য। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.