× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

১০ দিনে ডেঙ্গু আক্রান্ত প্রায় চার হাজার

ডেস্ক রিপোর্ট

১১ সেপ্টেম্বর ২০২৪, ১৫:১৮ পিএম

ছবিঃ সংগৃহীত

গত বছর ডেঙ্গু মহামারী আকার ধারণ করলেও এ বছর তা নিয়ন্ত্রণের মধ্যে আছে। আগস্ট মাস পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক ছিল। তবে সেপ্টেম্বর মাসের প্রথম ১০ দিনে সারা দেশে বিভিন্ন হাসপাতালে প্রায় চার হাজার ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এছাড়া ডেঙ্গুতে প্রাণহানির সংখ্যাও বেড়েছে। আগস্টে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৭ জন মারা গেলেও সেপ্টেম্বরের প্রথম ১০ দিনেই মারা গেছেন ১৯ জন।

গতকাল (১০ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত তার আগেও ২৪ ঘণ্টায় দেশে ৫৩৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে সেপ্টেম্বরের প্রথম ১০ দিনে মোট তিন হাজার ৯৭৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। 

স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুমের তথ্যানুযায়ী, চলতি বছরের ১০ সেপ্টেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৮১৯ জন। এর মধ্যে ১৫ হাজার ৫৩ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন এক হাজার ৬৬৪ জন।

এদিকে, গতকাল (১০ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত তার আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মারা গেছেন ১০২ জন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.