× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এক দফা দাবি আদায়ে নার্সদের তিন ঘন্টার কর্মবিরতি

ডেস্ক রিপোর্ট

০১ অক্টোবর ২০২৪, ১১:০১ এএম

ছবিঃ সংগৃহীত

আজ (০১ অক্টোবর) সকাল ৯টা থেকে এক দফা দাবিতে সারাদেশে কর্মবিরতি পালন করছেন নার্সরা।

সরেজমিনে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ও শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নার্সদের কর্মবিরতি পালন করতে দেখা যায়। তবে জরুরি বিভাগ, জরুরি ওটি, আইসিইউ, পিআইসিইউ, ডায়ালাইসিস ও জরুরি চিকিৎসা সেবা চালু রয়েছে। দাবি আদায় না হলে বুধবারও তারা কর্মবিরতি পালন করবেন।

নার্সিং মিডওয়াইফারি সংস্কার পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য সাব্বির মাহমুদ জানান, ঘোষণা অনুযায়ী আজ সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তিন ঘণ্টার কর্মবিরতি চলছে। দাবি না মানলে বুধবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ঘণ্টার কর্মবিরতি পালন করা হবে। দাবি আদায়ে এরপর কমপ্লিট শাটডাউনে যাওয়ার পরিকল্পনা রয়েছে আমাদের।

এর আগে, গতকাল (৩০ সেপ্টেম্বর) ঢাকা মেডিকেল কলেজে জরুরি বিভাগে এক সংবাদ সম্মেলনে নার্সিং মিডওয়াইফারি সংস্কার পরিষদের আহ্বায়ক . মো. শরিফুল ইসলাম সারা দেশে তিন ঘণ্টার কর্মবিরতি ঘোষণা করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.