× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভারতে ৪০ টিরও বেশি স্কুল বোমা হামলার হুমকিতে

আন্তর্জাতিক ডেস্ক।

০৯ ডিসেম্বর ২০২৪, ১৩:০৬ পিএম । আপডেটঃ ০৯ ডিসেম্বর ২০২৪, ১৩:০৯ পিএম

ছবিঃ সংগৃহীত

গতকাল (৮ ডিসেম্বর) রাত ১১ টা ৩৮ মিনিটে একটি এ-মেইলের মাধ্যমে ভারতের দিল্লিতে ৪০ টির বেশি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। ই-মেইলে উল্লেখ করা করা হয় স্কুলগুলোতে একাধিক বোমা ফিটিং করা হয়েছে।

আজ (৯ ডিসেম্বর) এনডিটির রকটি প্রতিবেদন থেকে খবরটি জানা যায়। হুমকি পাওয়া স্কুলগুলোর মধ্যে ডিপিএস আর. কে. পুরম ও জি. ডি. গোয়েঙ্কা (পশ্চিম বিহার) স্কুলও রয়েছে। হুমকির ই-মেইল পাওয়ারে পর স্কুল শিক্ষার্থীদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে পুলিশ সবকিছু তদন্ত করছে।

ই-মেইলের প্রেরক বোমা নিষ্ক্রিয় করার জন্য ৩০ হাজার ডলার দাবি করেছে। সেখানে লেখা হয়েছে, বোমাগুলো খুব ছোট এবং ভালোভাবে লুকানো হয়েছে। এগুলো ভবনের তেমন ক্ষতি করবেনা, তবে বিস্ফোরণের সময় অনেক মানুষ আহত হবে। তোমরা সবাই কষ্ট পাওয়ার এবং অঙ্গ হারানোর যোগ্য।

ইতোমধ্যে দিল্লি পুলিশ ই-মেইল প্রেরকের আইপি অ্যাড্রেস ট্র্যাক করার কাজ শুরু করে দিয়েছে।

প্রতিবেদন থেকে জানা যায়, আজ সকালে যখন স্কুল বাসগুলো বিদ্যালয় প্রাঙ্গণে প্রবেশ করেছে, তখন এই সতর্কবার্তাটি নজরে আসে। পরে শিক্ষার্থীদের ফেরত পাঠানো হয়। সকাল ৬টা ১৫ মিনিটে জি. ডি. গোয়েঙ্কা স্কুল এবং সকাল ৭টা ৬ মিনিটে ডিপিএস আর. কে. পুরম থেকে দিল্লি ফায়ার সার্ভিস বিভাগে ফোনকল করা হয়।

এরপর স্থানীয় পুলিশ বোমা স্কোয়াড ও ডগ স্কোয়াড নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যায়। এখনও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ কর্মকর্তারা।

পুলিশ জানায়, বারবার বিদ্যালয়গুলোকে টার্গেট করে এই ধরনের হুমকিকী কারণে দেওয়া হচ্ছে, এর নেপথ্যে কে বা কারা আছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.