× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত বেড়ে ৪৬

আন্তর্জাতিক ডেস্ক।

২৫ ডিসেম্বর ২০২৪, ১৭:১৫ পিএম

জাবিহুল্লাহ মুজাহিদ। ছবিঃ সংগৃহীত।

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী একটি প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় ৪৬ জন নিহত হয়েছে। আজ (২৫ ডিসেম্বর) তালেবান সরকারের মুখপাত্র বার্তাসংস্থা এএফপিকে কথা জানিয়েছেন।

মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, ‘গত রাতে (মঙ্গলবার) পাকিস্তান আফগানিস্তানের পাকতিকা প্রদেশের বারমাল জেলার চারটি স্থানে বোমাবর্ষণ করে। এতে ৪৬ জন নিহত হয়। এদের অধিকাংশই শিশু নারী।

বিমান হামলার ফলে বেসামরিক মানুষ গুরুতর ভাবে হতাহত হয়েছে এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটেছে, যা এই অঞ্চলে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। হামলার পর উদ্ধার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। 

এদিকে, পাকতিকার বারমালে বিমান হামলার পর তালেবানের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। আফগান এই মন্ত্রণালয় বলেছে, তাদের ভূখণ্ড এবং সার্বভৌমত্ব রক্ষা করা তাদের বৈধ অধিকার। একইসঙ্গে তারা এই হামলার নিন্দা করেছে।

অন্যদিকে, পাকিস্তানি কর্মকর্তারা এখনও আনুষ্ঠানিকভাবে এই বিমান হামলার বিষয়টি নিশ্চিত না করলেও পারমাণবিক অস্ত্রধারী এই দেশটির সামরিক বাহিনীর ঘনিষ্ঠ নিরাপত্তা সূত্রগুলো ইঙ্গিত দিয়েছে, সীমান্তের কাছে তালেবানদের আস্তানাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.