× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফ্যাশনে পুরুষদের জন্য নতুন চমক ‘আলাদিন প্যান্ট’

১১ ডিসেম্বর ২০২১, ১০:৫৩ এএম

ফ্যাশনে নিত্যনতুন বৈচিত্র্য আনছে ফ্যাশন হাউজগুলো। আর এসব নতুন ডিজাইনগুলো লুফেও নিচ্ছে ফ্যাশনপ্রিয় মানুষগুলো। তবে একই ট্রেন্ড খুব বেশিদিন চলতে দেখা যায় না, নতুনত্ব সবাই চায়। তাইতো আবারো এলো নতুন ফ্যাশন। ডিজাইনারদের এই নতুন সৃষ্টি আপনাদের অবশ্যই আনন্দিত করবে। ডিজাইনাররা এবার ফ্যাশন দুনিয়ার সর্বশেষ সংস্করণে যুক্ত করেছে ‘আলাদিন প্যান্ট’ বা ‘বেলুন প্যান্ট’।

সম্প্রতি লন্ডন কলেজ অব ফ্যাশনে পুরুষদের জন্য তৈরি পোশাকের সম্ভার তুলে ধরেছিলেন হরিকৃষ্ণন নামে এক ডিজাইনার। সেখানে পুরুষদের জন্য তিনি তৈরি করেছেন বিশেষ ধরনের প্যান্ট। যে প্যান্টের নিচের অংশ ফুলে রয়েছে বেলুনের মতো।

বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই পোশাকটি নিয়ে বেশ আলোচনা শুরু হয়েছে। বিশেষ ধরনের এই প্যান্ট দেখে কেউ বলেছেন, ‘বেলুন প্যান্ট’। আবার কেউ এই প্যান্টকে বলছেন, ‘আলাদিন প্যান্ট’।

ডিজনির ছবিতে আলাদিনকে যে প্যান্ট পরতে দেখা যেত, তার সঙ্গে এই পোশাকের মিল খুঁজে পাচ্ছেন নেটিজেনরা। স্ফীত আকারের প্যান্টগুলো কোমর থেকে নিচের অংশে বেলুনের মতো মনে হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.