পদ্মা সেতু নির্মাণে বিরোধিতাকারীদের আইনের আওতায় আনার দাবি করেছেন সরকারি দলের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। একইসঙ্গে তিনি ভাঙ্গায় যে জাদুঘর হবে সেখানে পদ্মা সেতুর বিরোধীতাকারিদের বিস্তারিত তথ্য উপস্থাপনের দাবি করেন। রোববার জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২২-২৩ অর্থ বছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি করেন।
ভাঙ্গায় জাদুঘর নির্মাণে প্রধানমন্ত্রীর ঘোষণার প্রসঙ্গ টেনে শম্ভু বলেন, পদ্মা সেতুর যন্ত্রপাতি নিয়ে ভাঙ্গায় জাদুঘর হবে। আমার প্রস্তাব থাকবে যারা পদ্মা সেতু নির্মাণে বিরোধিতা করেছে তাদের তথ্য ওই জাদুঘরে রাখতে হবে।
প্রসঙ্গত, সর্বশেষ একনেক সভায় প্রধানমন্ত্রী ফরিদপুরের ভাঙ্গায় একটি জাদুঘর নির্মাণের নির্দেশ দেন। তিনি বলেন, ওই জাদুঘরে পদ্মা সেতু নির্মাণে ব্যবহৃত কিছু যন্ত্রপাতি ও সরঞ্জাম রাখা হবে। প্রধানমন্ত্রী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের দিন সেতুটির নির্মাণ শ্রমিক, সংশ্লিষ্ট মন্ত্রী, সচিব ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ছবি তুলবেন সেই ছবিও ওই জাদুঘরে স্থান পাবে।
শম্ভু বলেন, কোনও নতুন রাস্তা তৈরির দরকার নেই। বিদ্যমান যে রাস্তাগুলো আছে তা মেরামত করে চলার উপযোগী করাতে হবে।